স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক
23.03.2019
মোহনবাগান ক্লাবের তরফ থেকে গোষ্ঠ পালের পরিবারের হাতে ফেরত দেওয়া পুরস্কার গুলোর মধ্যে "পদ্মশ্রী" নেই , আট খানা রৌপ্য পদক নেই , চারটে স্মারক নেই , একটা রৌপ্য মানপত্র নেই ,তালগাছ ও বাঘ মার্কা মোহনবাগান ক্লাবের প্রথম স্মারক নেই , একটা স্মরণিকা নেই ,জীবনীপঞ্জি নেই ।
১৯৯২ সালে গোষ্ঠ পালের শেষ ইচ্ছানুসারে তাঁর পুত্র শ্রী নিরাংশু পাল ক্লাবকে মিউজিয়াম বানানোর উদ্দেশ্যে সব পুরস্কার দান করেছিলেন । ২৭ বছরে কোনো মিউজিয়াম তো হয়ইনি , বরং যখন গোষ্ঠ পালের পরিবার সেই পুরস্কার গুলো ফেরত চাইলেন, তখন অনেক পুরস্কার ই ফেরত দেওয়া হল না ক্লাবের তরফ থেকে , নাকি সেগুলো পাওয়া যাচ্ছেনা !
কোথায় গেল পদ্মশ্রী পদক ? কোথায় গেল বাকী অনেক দুষ্প্রাপ্য পুরস্কার ?
গোটা ঘটনায় ক্ষুব্ধ গোষ্ঠ পালের পরিবার।