• +91 6291642485
  • 6291642485
Banner

সেরে উঠুন, চেতন!

সুমিত গঙ্গোপাধ্যায়

২১ জুলাই, ২০২০

দুর্ভাগ্য যদি কারোর সঙ্গ না ছাড়ে তাহলে কি তার নাম হয় চেতন চৌহান ? সারা জীবনে নড়বড়ে নব্বই তাঁর পিছু ছাড়েনি। আজ তিনি করোনায় আক্রান্ত। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা আশা করি।

 

বাবা ছিলেন মিলিটারীতে; চেতন কলেজে পড়াকালীন ১৯৬৬/৬৭ মরশুমে পশ্চিমাঞ্চল বিশ্ববিদ্যালয় দলের হয়ে ভিজি ট্রফি খেলতে নেমেই সেঞ্চুরি করেন। এরপর ফাইনালে করেন ৮৮ ও ৬৩। দ্বিতীয় ইনিংসে তাঁর ওপেনিং পার্টনার ছিলেন সুনীল গাভাসকর। সেই শুরু হয় এই জুটির পথ চলা।

 

সেই বছরেই রোহিংটন বারিয়া ট্রফিতে ৯০ করে আউট হন। নব্বই এর সঙ্গে দোস্তিও তখন থেকে। সেই মরশুমেই মহারাষ্ট্রের হয়ে রঞ্জি খেলা শুরু করেন। পরের বছর প্রথম শতরান প্রথম শ্রেণির খেলায়। সুযোগ পান টেস্টে, ব্যর্থ হন ও বাদ পড়েন। ইতিমধ্যে এক মরসুমে রঞ্জিতে ৮৭৩ রান করেন । সঙ্গে ডবল সেঞ্চুরি ও ৪০৫-রানের পার্টনারশিপ। আবার সুযোগ পান টেস্টে ব্যর্থ হন। পরবর্তী পাঁচ বছরে জাতীয় দলে ফিরতে পারেনিনি।  

 

নিজের রাজ্য ছেড়ে দিল্লি পাড়ি দেন। সেখানে ১৯৭৬/৭৭ মরশুমে ভাঙা চোয়াল নিয়ে হরিয়ানার বিরুদ্ধে করা ১৫৮ আবার তাঁকে নির্বাচকদের আলোচনায় ফিরিয়ে আনে। ওই মরশুমে সেঞ্চুরি  ও ডবল সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা করে নেন। প্রথম প্রস্তুতি ম্যাচেই ভিক্টোরিয়ার বিরুদ্ধে ১৫৭ করেন ৫১৬ মিনিটে, তাও মাত্র দু’টি বাউন্ডারি মেরে। টেস্টে দলে ফিরে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর কেরিয়ারের বাকি সময় একবার মাত্র একটি টেস্টে সুযোগ পাননি। সানির সঙ্গে মোট ৫৯ বার নেমেছেন ইনিংস ওপেন করতে। যোগ করেছেন মোট ৩০২২ রান। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি পার্টনারশিপ। আরও একবার এই জুটি চতুর্থ উইকেটে একশ রানের জুটি গড়েন।

 

চৌহান ৪০ টেস্টে ২০৮৪ রান করেছেন ১৬টি অর্ধশতরান-সহ, কিন্তু শতরান থেকে গিয়েছে মরীচিকা হয়েই। একবার অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে ৫ ঘন্টা ব্যাট করে ৯৩ আর একবার পাকিস্তানের বিরুদ্ধে পৌনে ছয় ঘন্টা ব্যাট করে ৯৭ করেন। গোটা কেরিয়ারে ন’বার ৯০-এর ঘরে আউট হন। একবার ভার্সিটি ক্রিকেটে, একবার ঘরোয়া একদিনের ম্যাচে, সাত বার প্রথম শ্রেণির খেলায় (দু’বার টেস্ট-সহ)। এমনকি শেষ রঞ্জি ম্যাচেও ৯৮ করেন তিনি।

 

চৌহান প্রথম শ্রেণির খেলায় ১২ হাজারের বেশি রান করেছিলেন বেশ কয়েকটা ডবল সেঞ্চুরি সহ। জীবনের প্রথম ও শেষ টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে  খেলা চেতন চৌহান বর্তমানে করোনায় আক্রান্ত।

 

ক্রিকেটে অর্জুন পাওয়া চেতেন্দ্রপ্রতাপ সিং চৌহান দুবারের সাংসদ ও বর্তমানে উত্তরপ্রদেশের মন্ত্রী।

 

আজ সকাল থেকেই অজস্র জন্মদিনের শুভেচ্ছার প্রতিক্রিয়া জানানো প্রাক্তন ভারতীয় ওপেনার দ্রুত সুস্থ হয়ে উঠুন করোনা থেকে এই কামনা থাকল স্পোর্টি ওয়ার্ল্ডের তরফ থেকে।

     

বিজ্ঞাপন

Goto Top