• +91 6291642485
  • 6291642485
Banner

ইতিহাস সৃষ্টি করল ত্রিজিত দাস ফুটবল স্কুল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২ মার্চ, ২০২১

ইতিহাস তৈরি করল ত্রিজিত দাস ফুটবল স্কুল। বাংলা পেরিয়ে এবার ওড়িশা ও ছত্রিশগড়ের বুকেও জ্বলজ্বল করবে ত্রিজিতের ফুটবল স্কুল। রায়পুর  ফুটবল অ্যাসোসিয়েশন এবং কটক ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এর সঙ্গে পাঁচ বছরের গাঁটছড়া বাঁধলো ত্রিজিতের ফুটবল স্কুল। গত শনিবার(২৭ ফেব্রয়ারি) কটকে ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আর্শিবাদ বেহারার উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে এই গাঁটছড়ার কথা ঘোষণা করা হয়েছে। এই গাঁটছড়া হওয়ার পর বাংলা ও ওড়িশার ফুটবলাররা খুবই উপকৃত হবে। গাঁটছড়া প্রসঙ্গে ত্রিজিত বলেন, ‍‘ ফুটবলার আদান প্রদান রয়েছে এই চুক্তিতে। এছাড়া ওখানকার ফুটবলাররা আমাদের স্কুলে এসে ট্রেনিং নিতে পারবে, আমাদের ফুটবলাররা ওখানে গিয়ে ট্রেনিং নিতে পারবে। কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ পাবে ওখানকার ফুটবলাররা।’ একইসঙ্গে সেল ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচ বলেন, ‍‘এই চুক্তির ফলে ফুটবলারদের মানসিকতার উন্নতি হবে । একটা প্লেসমেন্ট সেল তৈরি হল বলা যেতে পারে ।এতে দুই রাজ্যের ফুটবলাররা উপকৃত হবে।’ এর আগে বাংলার কোন ফুটবল স্কুল বা অ্যাকাডেমি  অন্য কোনও রাজ্য অ্যাসোসিয়েশনের সঙ্গে গাঁটছড়া  বাঁধেনি। সর্বভারতীয় স্তরে নিজের ফুটবল স্কুল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেই এক একটা ধাপে এগিয়ে চলেছেন ত্রিজিত। কটক ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ইতিহাস তৈরি করলেন তিনি। তবে এখানেই  থেমে থাকতে চান না, বিভিন্ন রাজ্যে নিজের স্কুলকে ছড়িয়ে দিতে চান প্রাক্তন এই  ইস্টবেঙ্গল ফুটবলার।

     

বিজ্ঞাপন

Goto Top