স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক
২৯ মার্চ, ২০১৯
তাঁর বাবা লালা অমরনাথ ছিলেন টেস্ট ক্রিকেটে শতরানকারী প্রথম ভারতীয়। কিন্তু ভারতের কোনও ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত লালা অমরনাথের নামে কোনও স্ট্যান্ড হয়নি। তবে তাঁর সুযোগ্য পুত্র মোহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড হল ফিরোজ শাহ কোটলায়। সিদ্ধান্ত হয়েছিল ২০১৭ সালেই। কিন্তু তা কার্যকর করতে লেগে গেল বেশকিছু সময়। সম্প্রতি নির্বাচন হয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ডিডিসিএ)। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, যত দ্রুত সম্ভব শেষ করা হবে জিমির নামে স্ট্যান্ডের নামকরণের কাজ।
উল্লেখ্য, ভারতের হয়ে ৬৯টি টেস্টে ১১টি শতরান-সহ ৪৩৭৮ রান রয়েছে মোহিন্দরের। সঙ্গে রয়েছে ৩২টি উইকেটও। এছাড়া, একদিনের আন্তর্জাতিকেও ৮৫ ম্যাচে দু’টি শতরান-সহ করেছেন ১৯২৪ রান। নিয়েছেন ৪৬টি উইকেটও। সেরা বোলিং ১২ রানে তিন উইকেট। যা ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে তাঁকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর সম্মান এনে দিয়েছিল।