স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
৬ মার্চ, ২০২১
ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতে পারল না এটিকে মোহনবাগান। একেবারে অন্তিম মুহূর্তে গোল খেল বাগান।সেমিফাইনালের প্রথম লেগে যদি নর্থ ইস্টকে হারাতে পারতো তাহলে সুবিধাজনক অবস্থায় থাকত এটিকে মোহনবাগান। কিন্তু ম্যাচ শেষ হল ১ ১ গোলে।
প্রতিপক্ষ হিসেবে নর্থ ইস্ট প্রচণ্ড শক্তিশালী। বিশেষ করে কোচ খালিদ জামিলের প্রশিক্ষণে এবারের আইএসএলে অন্য ফুটবল মেলে ধরছে পাহাড়ি দলটি। সেই সঙ্গে দ্বিতীয় লেগে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয়ও পেয়েছিল তারা। তবুও সেমিফাইনালের প্রথম লেগের আগে বেশ তেতেছিল অ্যান্টোনিও হাবাসের দল। তার রেশ দেখা যায় ম্যাচের শুরু থেকেই। শুরু থেকেই একের পর এক আক্রমণ তৈরি করে হাবাসের ছেলেরা। যদিও তেমন ইতিবাচক আক্রমণ শানাতে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাগান। ম্যাচের আট মিনিটেই মনবীরের শট কর্নারের মাধ্যমে ক্লিয়ার করেন নর্থ ইস্ট গোলরক্ষক। এখান থেকেই শুরু। পরপর আক্রমণ করে গিয়েছে এটিকে মোহনবাগান। যদিও গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছে সবুজ মেরুনকে। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। ম্যাচের ৩৪ মিনিটে রয কৃষ্ণর চমত্কার পাস থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। এবারের প্রতিযোগিতায় কৃষ্ণা যতটাই উজ্জ্বল, ঠিক ততটাই অনুজ্জ্বল উইলিয়ামস। প্রথম লেগে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ভালো ফুটবল মেলে ধরার পরে আর সেভাবে খেলতে পারছিলেন না বাগানের এই বিদেশি স্ট্রাইকার। তবে আসল সময়ে জ্বলে উঠলেন উইলিয়ামস। কৃষ্ণার পাস থেকে গোল করতে ভোলেননি তিনি। গোল খাওযার পরে জ্বলে ডঠে খালিদ জামিলের দল। এটিকে মোহন শিবিরের বক্সে হানা দিতে শুরু করে তারা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গ্যালেগোর ফ্রি কিক থেকে আশুতোষের হেড ক্রস বারে না লাগলে সমতা ফেরাতে পারল নর্থ ইস্ট। বিরতির সময়ে এক গোলেই এগিয়ে ছিল এটিকে বাগান। দ্বিতীযার্ধেও নিজেদের মেলে ধরার চেষ্টা করে বাগান। ম্যাচের ৫৫ মিনিটে হার্নান্ডেজের লব থেকে চমত্কার হেড করেছিলেন কৃষ্ণ। কিন্তু ওই হেড ধরে নেন শুভাশিস। একটি ভালো প্রচেষ্টা ব্যর্থ হয় বাগানের। দ্বিতীযার্ধে অবশ্য গোল শোধের মরিয়া চেষ্টা করে খালিদের দল। এটিকে বাগানের বক্সে আক্রমণ শানিয়ে দেয় তারা। শেষ পর্যন্ত সফল হয় খালিদের দল। সংযুক্তি সময়ে শৈল্য গোল করে হাসি ফোটান নর্থ ইস্ট শিবিরে। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে বাগান।