• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আফ্রিদির প্রশংসা করলেন পাক অধিনায়ক বাবর

জয় পেতে সাহায্য করেছে শিশির

অলিভিয়া গোমস

দুবাই, ২৫ অক্টোবর, ২০২১

শুরুতেই ভারতের প্রথম সারির ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠানোয় ম্যাচ বার করতে সুবিধা হয়েছে পাকিস্তানের। ১০ উইকেটে ভারতকে হারানোর পরে এটাই প্রাথমিক প্রতিক্রিয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক বলেন, ‍‘‍‘শুরুতে শাহিন শাহ আফ্রিদি ভারতের প্রথম সারির ব্যাটারদের আউট করে দেওয়ায় আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল। তার পরে স্পিনারেরাও ভাল বল করেছে।’’ জুড়ে দেন, ‍‘‍‘রিজওয়ানের সঙ্গে ব্যাট করার সময়ে আমাদের পরিকল্পনাও ছিল সোজা। উইকেটে টিকে থাকতে হবে। আট ওভারের পরে শিশির পড়তে ভারতীয় বোলারদের খেলাটা আরও সহজ হয়ে গিয়েছিল।’’ পাকিস্তান অধিনায়ক জয়ের পরে আত্মবিস্বাসী মেজাজে বলছেন, ‍‘‍‘এটা সবে শুরু হল। আমাদের এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। এ বার ম্যাচ প্রতি পরিকল্পনা করে এগোতে হবে। আমাদের উপর খুব বেশি চাপ ছিল না। কারণ, কখনওই আমরা ভারতের রেকর্ড মাথায় রেখে খেলিনি।’’

     

বিজ্ঞাপন

Goto Top