• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নাইট-শিকার করলেন বাংলার প্রতিভারাই

হাড্ডাহাড্ডি ম্যাচে নজর কাড়লেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ

ময়ূখ লাহিড়ী

আইপিএলের গোড়া থেকেই ‘ক্যাচমেন্ট এরিয়া’-র ধারণা নিয়ে এসেছিল বিসিসিআই। যাতে স্থানীয় প্রতিভাদের তুলে আনা যায় ক্রিকেটের মূলস্রোতে। কিন্তু প্রথম তিন মরশুম বাদ দিলে সেই ধারণা ভুলেই গিয়েছেন নাইট কর্তারা। ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ক্রিকেটে তাঁদের ‘পছন্দসই’ প্রতিভা নেই। তাই চলতি আইপিএলে যতই বাংলার আধডজন ক্রিকেটার খেলুন, নাইটদের জার্সি জোটেনি তাঁদের।

বুধবারের ম্যাচে কি তারই জবাব দিলেন আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ? ম্যাচে তাঁদের পারফরম্যান্দ অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আকাশ দীপ স্পিডোমিটারে তললেন ১৪৪.১ কিমি। আর শাহবাজ ডুবতে থাকা দলকে টেনে তুললেন ২০ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলে। যার মধ্যে রয়েছে আন্দ্রে রাসেলকে হাঁকানো ৯১ মিটারের ছক্কা। আকাশ দীপ যেমন চার ওভারে ৪৫ রান খরচ করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন, ঠিক তেমনই ‘লো স্কোরিং’ ম্যাচে আলাদা মূল্য পাচ্ছে শাহবাজের ২৭ রানের ইনিংস। তাঁকে দীনেশ কার্তিকের আগে পাঠিয়ে ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি তা প্রমাণ করেছেন শাহবাজ।

তার উপর শাহবাজ এমন ম্যাচে এই রান করলেন যেখানে ১২৯ তাড়া করতে গিয়ে প্রথম ১৩ বলের মধ্যে ফ্যাফ দু প্লেসি ও বিরাট কোহলি প্যাভিলিয়নে। বল হাতে তখন রীতিমতো আগুন ঝরাচ্ছেন উমেশ যাদব এবং টিম সাউদি। হারের জুজু হানা দিতে শুরু করেছে আরসিবি শিবিরে। অনেকেরই তখন মনে পড়ছে ইডেনে ৪৯ অল আউটের ভূত। কিন্তু সেখান থেকেই দলকে জয় এনে দিলেন শাহবাজ, ডেভিড উইলি, শেরফেন রাদারফোর্ডরা।

অপেক্ষাকৃত সবুজ পিচে বাড়তি বাউন্স রীতিমতো সমস্যায় ফেলল ব্যাটসম্যানদের। তার জেরেই ভালো শুরু করেও বড় রান পেলেন না অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়াররা। একদিকে ওয়ানিন্দু হসরঙ্গার (৪/২০) স্পিন, অন্যদিকে হর্ষল পটেলের (৩/১১) দুইয়ে মিলে একসময় ১০১/৯ হয়ে গিয়েছিল নাইটদের স্কোর। সেখান থেকে শেষ উইকেটে ২৭ রান যোগ করেন উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী। তবে বাউন্সি পিচে হসরঙ্গা যেভাবে নাইট ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন তার ছিটেফোঁটাও দেখা যায়নি সুনীল নারাইন বা বরুণ চক্রবর্তীর মধ্যে।

     

বিজ্ঞাপন

Goto Top