বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে জয় পেল কলকাতা ও ব্যারাকপুর
সুমিত গঙ্গোপাধ্যায়
বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের চতুর্থ দিনেও হানা দিল বৃষ্টি। যার জেরে ম্যাচ কমিয়ে আনা হলো ১৬ ওভারে।
প্রথম ম্যাচে কলকাতা হিরোজ ১৭০/৩ তুলেছিল রণজ্যোৎ সিং-এর ২৬ বলে অপরাজিত ৪৮ রানের সৌজন্যে। এছাড়া, করণ লাল (২২ বলে ৩৫) , শুভঙ্কর বল (২২ বলে অপরাজিত ৩৪) ও ঋত্বিক রায় চৌধুরী (২২ বলে ৩৪) উল্লেখযোগ্য রান করেন।
জবাবে গীত পুরী (২/১৫) ,অলোক প্রতাপ সিং (২/৩০) ও কৌশিক মাইতির (১/১৫) আঁটোসাটো বোলিং কৃষ্ণনগরকে ১১৭/৬ এর বেশি তুলতে দেয়নি। আসিফ হুসেন অপরাজিত ৬৫ (৪৫ বলে) করেন।
দ্বিতীয় ম্যাচে সুদীপ চট্টোপাধ্যায়ের ৩৭ বলে ৭১ রানের দৌলতে ব্যারাকপুর ১৬২/৪ তোলে। অপর ওপেনার অঙ্কুর পাল (৩৪ বলে ৩৫) কে সঙ্গে নিয়ে সুদীপ প্রথম উইকেটে ৭৭ রান তোলেন।
জবাবে খড়গপুর মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারায়। সপ্তম উইকেট জুটিতে মোহিত রায় (২৭ বলে অপরাজিত ৪১) ও প্রদীপ্ত প্রামানিক (১৭ বলে ২৬) ৩৫ বলে ৬৬ রান যোগ করে দলকে নির্ধারিত ওভারে ১১৩/৭ নিয়ে যান। সুজিত যাদব (৩/২২), সৌরভ মণ্ডল (২/৩০) বল হাতে সফল। এছাড়াও বিকাশ তিন ওভারে মাত্র ন'রান খরচ করে এক উইকেট পান।
চতুর্থ দিনের খেলার ঘণ্টা বাজিয়ে সূচনা করেন সি এ বি সহ সভাপতি নরেশ ওঝা ।