• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত দিনে ফের জয় দুর্গাপুরের

পরিত্যক্ত হল দিনের প্রথম ম্যাচ

১১ সেপ্টেম্বর, ২০২১

সুমিত গঙ্গোপাধ্যায়

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের তৃতীয় দিনে থাবা বসাল বৃষ্টি। যার জেরে পরিত্যক্ত হল প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে কাঞ্চনজঙ্ঘা ন'উইকেটে ১৪৬ রান তোলে। অভিরূপ গুপ্তা ২৪ বলে ৩৮ রান করেন। মিথিলেশ দাস ১৮ বলে ২৪ করেন। দীপাঞ্জন মুখোপাধ্যায় ফের ন'বলে অপরাজিত ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কৃষ্ণনগর দলের দেবতনু বৈদ্য ২৪ রানে ৩ উইকেট নেন। কিন্তু বৃষ্টির জন্য কৃষ্ণনগর ব্যাটিং করতে পারেনি।

এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। ব্যারাকপুর প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৮ করে। দুর্গাপুর দলের ঋত্বিক চট্টোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়  দু'জনেই দু'টি করে উইকেট পান। জবাবে দুর্গাপুর ৩.৩ ওভারে দু'উইকেটে ৩৯ রান তুলে নেয়। অভিষেক রমন সাত বলে ১৯ রান করেন।

এদিনের ম্যাচের সূচনা করেন বাংলার প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়।

     

বিজ্ঞাপন

Goto Top