• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কোভিড-আতঙ্ক কাটিয়ে মাঠে ইংল্যান্ড

জো রুটদের শিবিরে চারজন করোনা পজিটিভ 

বড়দিনের সপ্তাহে অ্যাশেজের মজা নিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিড় জমিয়েছিলেন অনেকেই। কিন্তু নির্ধারিত সময়ে শুরু হয়নি বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। নেপথ্যে ইংল্যান্ড শিবিরের কোভিড-জুজু। দলের দুই সাপোর্ট স্টাফ এবং দলের সঙ্গে আসা পারিবারিক সদস্যদের মধ্যে আরও দু'জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যার জেরে সোমবার ম্যাচ শুরুর আগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয় গোটা ইংল্যান্ড দলের। খেলা শুরুর মাত্র ৪৫ মিনিট আগে তাঁরা মাঠে নামার ছাড়পত্র পান। 

তবে দর্শকদের আক্ষেপ করার সুযোগ দেয়নি প্যাট কামিন্স অ্যান্ড কোং। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিং সত্বেও ৮২ রানের লিড নেওয়া থেকে আটকানো যায়নি অজিদের। তাদের প্রথম ইনিংস শেষ হয় ২৬৭ রানে। জবাবে দিনের শেষে ৩১ রান তুলতেই তিন উইকেট খুইয়েছে ইংল্যান্ড। এক ওভার বল করে দু'উইকেট তুলে নিয়েছেন অভিষেককারী স্কট বোল্যান্ড।

     

বিজ্ঞাপন

Goto Top