• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

'ঘরের ছেলে'-রাই ভাবাচ্ছে নাইটদের

আজ গুজরাত টাইটান্সের মুখোমুখি কেকেআর; চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন হার্দিক

গত আইপিএল পর্যন্তও তাঁরা ছিলেন নাইট শিবিরের থিঙ্কট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্য। আর শনিবারের ম্যাচে দু'জনেই অন্য জার্সিতে নামছেন নাইটদের পর্যুদস্ত করতে। শুভমান গিল এবং লকি ফার্গুসন। আইপিএলের পয়েন্ট টেবলে নবাগত গুজরাত টাইটান্সকে ১০ পয়েন্ট এনে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন দু'জনেই। এই দু'জনকে নিয়ে তাই বাড়তি অঙ্ক কষছে নাইট রাইডার্স। শুভমানকে জলদি ফেরানোর দায়িত্ব বর্তাতে পারে সুনীল নারাইনের কাঁধে। আর ফার্গুসনের গোলাগুলি মোকাবিলা করার দায়িত্ব নিতে পারেন তাঁর ট্রান্স-তাসমান প্রতিপক্ষ অ্যারন ফিঞ্চ।
তবে এই দু'জনেই শেষ নয়। রয়েছেন আরও দুই 'ঘরের ছেলে'। মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। গত ম্যাচে ঋদ্ধি সুযোগ পেলেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। তবে শনিবার দুপুরের নবি মুম্বইয়ে আরও একবার দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে, শামি প্রথম একাদশে 'অটোম্যাটিক চয়েস'। প্রায় প্রতি ম্যাচেই বলকে কথা বলাচ্ছেন। নাইট ব্যাটসম্যানদেরও কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারেন তিনি।
ভিতরে ভিতরে জমা রয়েছে ক্ষোভও। নাইট রাইডার্স বাদে সব দলই 'ক্যাচমেন্ট এরিয়া' থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়েছে। নাইট শিবিরে জায়গা না পেলেও আইপিএলের অন্যান্য দলে জায়গা করে নিয়েছেন বাংলার ছ'জন ক্রিকেটার। তার মধ্যে শামি, শাহবাজরা রীতিমতো নজর কাড়ছেন। সেই ক্ষোভের বারুদে শনিবার আগুন ধরলে অবাক হওয়ার কিছু থাকবে না।
'ম্যান ম্যানেজমেন্ট'-এর দিক থেকেও মাথাব্যথা রয়েছে। লেগস্পিন সামলাতে সমস্যায় পড়ছেন অধিনায়ক শ্রেয়স। আর সেখানেই বিষাক্ত ডেলিভারি নিয়ে তৈরি হচ্ছেন রশিদ খান। দলের অন্দরমহলে শ্রেয়সকে ওপেন করতে পাঠানোর চিন্তাভাবনা ঘোরাফেরা করছে। কিন্তু মিডল অর্ডার যা ফর্মে রয়েছে তাতে সেই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
বেঙ্কটেশ আইয়ারকে ব্রেন্ডন ম্যাকালামরা ঠিক কোন ভূমিকায় ব্যবহার করতে চাইছেন তা পরিষ্কার নয় সাত ম্যাচ পরেও। চিন্তার ভাঁজ গভীরতর হচ্ছে বরুণ চক্রবর্তীর কুৎসিত পারফরম্যান্সে। 
এতসব সমস্যার মধ্যেই নাইটদের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছেন ডেভিড মিলার। গুজরাতের গত ম্যাচের নায়ক বলছেন, "ছ'টি ম্যাচের চারটিতেই আমরা হারের মুখে ছিলাম। কিন্তু পাঁচটি ম্যাচে আমরা জিতেছি।"
গুজরাতের শেষ ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কুঁচকিতে টান ধরেছিল তাঁর। তবে শনিবার তিনিই টস করতে নামবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তবে হার্দিক মাঠে ফিরলেও বল করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে।

     

বিজ্ঞাপন

Goto Top