• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পরবর্তী ভারত অধিনায়ক হতে পারে হার্দিক: গাভাসকার

আইপিএল জয়ী গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী সুনীল গাভাসকারের।

গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের প্রশংসা করলেন সুনীল গাভাসকার। হার্দিককে তিনি ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দেখছেন।

আইপিএল ফাইনালে ১৭ রানে তিন উইকেট নেন হার্দিক। ৩৪ রান করে দলকে জিততেও সাহায্য করেছেন। তাঁর সম্পর্কে গাভাসকার বলেছেন, ‍‘‍‘হার্দিক ভাল নেতৃত্ব দেয়। ওর এই বিশেষ গুণটি সম্পর্কে অনেকেই এত দিন জানতেন না। আমরা জানতাম, ব্যাট কিংবা বল হাতে হার্দিক ভাল খেলে। কিন্তু এ বার আইপিএলে নিজের অধিনায়কত্বের সত্ত্বাও তুলে ধরেছে অলরাউন্ডার হার্দিক।’’

 

গাভাসকার বলেন, ‍‘‍‘এ বার গুজরাত টাইটান্সের হয়ে যে ভাবে দলকে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সবাইকে এক সঙ্গে নিয়ে জয়ের জন্য ঝাঁপিয়েছে—তাতে বলা যায়, ওর নেতৃত্ব দেওয়ারও ভাল ক্ষমতা রয়েছে। আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে একদিন জাতীয় দলের অধিনায়ক হওয়ার দরজাও খুলে যেতে পারে ওর সামনে। যা অত্যন্ত সম্মানের। এই দৌড়ে আরও তিন-চারজন রয়েছে। আমি বলছি না, পরবর্তী অধিনায়ক হার্দিক। কিন্তু নির্বাচকদের কাছে পরবর্তী অধিনায়ক হিসেবে বিকল্পের সংখ্যা বাড়ল।’’

     

বিজ্ঞাপন

Goto Top