ওবেড ম্যাকের বদলি হিসাবে দলে ডাক পেলেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক
বিপ্রতীপ দাস, ঢাকা
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রী হার দিয়ে চলতি টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মরার উপর খাঁড়ার ঘা হিসাবে বাঁ-হাতি পেসার ওবেড ম্যাকেকে হারিয়ে বসেছে ক্যারিবিয়ানরা। তবে ম্যাকে না থাকায় ভাগ্য খুলেছে অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারের। মূল স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
আসরের শুরুতে স্পিনিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন চোট পাওয়ায় ১৫ সদস্যের মূল দলে ডাক পান আর এক স্পিনিং আলরাউন্ডার আকিল হোসেন। মর্গ্যান্দের বিপক্ষে ৫৫ রানে অল আউট হওয়ার পরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে হেরেছে পোলার্ড বিগ্রেড। সেমিফাইনালের রাস্তা এখন রীতিমতো কঠিন।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, "হোল্ডার অনেক দিন ধরেই সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছে এবং দলে যোগ দিতেও প্রস্তুত। ও একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান খেলোয়াড়। ও এই সুযোগ লুফে নিতে মরিয়া।"
আইসিসি-র নিয়মানুসারে, আগামী ২৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামতে পারবেন হোল্ডার।
ম্যাকেকে হারানোর প্রতিক্রিয়ায় হার্পার বলেছেন, "চলতি বছরে ও (ম্যাকাই) টি-২০ ম্যাচে খুবই ভালো খেলেছে। এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ভালোই মানিয়ে নিয়েছিল। ও আমাদের বোলিং বিভাগের একজন সক্রিয় সদস্য। তাই টি-২০ বিশ্বকাপের বাকি অংশে ওকে না পাওয়াটা আমাদের জন্য দুর্ভাগ্যের। ওর দ্রুত সুস্থতা কামনা করি এবং শীঘ্রই আবার ওকে মাঠে দেখার আশা করি।'
এক নজরে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দল : কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), আকিল হোসেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, রবি রামপল, ওশেন থমাস, হেডেন ওয়ালশ জুনিয়র এবং লেন্ডল সিমন্স।