তৃতীয় দিনের শেষে ৫২২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
তাহলে কী জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হেরে চিন্তায় ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ক্রিকেটমহলকে ভুল প্রমাণ করে পারথ টেস্টে আশার আলো দেখছে জসপ্রীত বুমরার বাহিনী। তৃতীয় দিনের শেষে ৫২২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১২ রান করে ধুঁকছে অস্ট্রেলিয়া।
অজিভূমে দ্বিতিয় ইনিংসে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েছেন যশস্বী জাসওয়াল এবং কে এল রাহুল। ২০১ রান ওঠে তাঁদের জুটিতে। ৭৭ রান করেন রাহুল। ১৬১ রানের অনবদ্য ইনিংস আসে যশস্বীর ব্যাট থেকে। তবে সামনে গিয়েও ২০০ করতে পারলেন না তিনি। তৃতীয় দিনের খেলার শেষে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ৫২২ রান। ভারতের দরকার ৭ উইকেট।
প্রথম দিন ১৭ উইকেট পড়া পিচেও অস্ট্রেলিয়ার বোলাররা যে প্রায় দু’দিন ধরে উইকেটের জন্য হা-পিত্যেশ করলেন, তার জন্য দায়ী যশস্বী। নানা চেষ্টা করেও ভারতীয় তরুণের রক্ষণ টলাতে পারেননি জশ হ্যাজেলউডেরা। মধ্যাহ্নভোজের বিরতির পরে খানিকটা ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ওই সময় পরপর একে একে আউট হন দেবদত্ত পাড়িক্কল (২৫), ঋষভ পন্থ (১) এবং ধ্রুব জুরেল (১)। কিন্তু অজি দাপট ফের ফিকে হয়ে যায় বিরাট কোহলির সামনে। টেস্ট কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। বিরাটের শতরান হতেই ইনিংস ডিক্লেয়ার করেন বুমরা। ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডিরা বড়ো রান না করলেও প্রয়োজনীয় জুটি তৈরিতে সাহায্য করলেন। ৬ উইকেটে ৪৮৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। চাপে থাকা প্যাট কামিন্সদের আরও কোণঠাসা করে দেওয়ার লক্ষ্য ব্যর্থ হয়নি গম্ভীর দলের। প্রথম ওভারেই বুমরাহর বলে এলবিডব্লিউ হন নাথান ম্যাকসুইনি। চতুর্থ ওভারে নাইটওয়াচম্যান হিসাবে নামা কামিন্সকে ফেরান মহম্মদ সিরাজ। দিনের শেষ বলে বুমরা আউট করেন মার্নাস লাবুশেন। তিন উইকেট খুইয়ে সাকুল্যে ১২ রান উঠেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। লাবুশেন আউট হওয়ার পরই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। জেতার জন্য ৫২২ রান চাই তাদের।