আজ আসছেন অভিষেক ডালমিয়া
কোচবিহারে আইপিএল ফ্যান পার্কের প্রথম দিনেই তুমুল উদ্মাদনা লক্ষ্য করা গেল।প্রচণ্ড গরমের মধ্যেও বড় পর্দায় আইপিএল খেলা দেখার জন্য রীতিমতো হামলে পড়লেন এখানকার ক্রিকেটপ্রেমীরা।
কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের মাঠেই শনিবার শুরু হল দু’দিনের আইপিএল ফ্যান পার্কের অনুষ্ঠান। শুধু বড় পর্দায় খেলা দেখা নয়, দর্শকদের মনোরঞ্জনের জন্য রয়েছে নানা রকমের অনুষ্ঠান। ছোট ছোট ক্রিকেটপ্রেমীদের আনন্দ দানের জন্য যেমন কিদ্দি রয়েছে, তেমন রয়েছে ক্রিকেট খেলার সুযোগও। আইপিএল গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সাহায্যে কোচবিহার জেলা পারিষদ এই চমৎকার অনুষ্ঠান উপহার দিলেন এলাকাবাসীদের।
কোচবিহার জেলা পারিষদের সম্পাদক সুবত দত্ত বলেছেন, ‘আমরা কিছুই করিনি, যা করেছেন আইপিএল গভর্নিং বডির সদস্য ও সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। বেশ কিছুদিন আগে সিএবি পরিচালিত একটি মহিলা টুর্নামেন্ট চলচিল। ওই টুর্নামেন্টে উনি এসেছিলেন। এখানকার মাঠ ও পরিবেশ দেখে খুশি হয়েছিলেন।তিনি তখন দুটো কথা বলেছিলেন। প্রথম কথা, বলেছিলেন এই মাঠে বোর্ডের যে কোনও খেলা করা যেতে পারে। পাশাপাশি সিএবি বা বোর্ডের তরফ থেকে এমন কিছু করা যায় যাতে লোকেরা আনন্দ করতে পারে। এখন উনি বোর্ডের আইপিএলের গভর্নিং বডির সদস্য। সুযোগ পেয়েছেন কোচবিহারের মানুষকে কিছু উপহার দেওয়ার।আইপিএল ফ্যান পার্কের প্রস্তাব পাঠান। আমরা ওই প্রস্তাব আলোচনা করে গ্রহণ করি।’
এপ্রিল মাসের শুরুতেই কৃষ্ণনগরে বাংলায় প্রথমবার আইপিএল ফ্যান পার্ক অনুষ্ঠিত হয়েছিল।কোচবিহারে এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফ্যান পার্ক অনুষ্ঠান শুরু হল। ফ্যান পার্কের অনুষ্ঠান প্রথম দিনেই দারুণ সাড়া জাগিয়েছে। এখানকার প্রতিটি মানুষ এই অনুষ্ঠানে মেতে উঠেছেন। রবিবার শেষ দিন কোচবিহারে আসছেন আইপিএল গভর্নিং বডির সদস্য অভিষেক ডালমিয়া। তারপর অনুষ্ঠানের আকর্যণ আরও বাড়বে তা বলায় বাহুল্য।