১৯ সেপ্টেম্বর, ২০২১
র্কে দাঁড়ি টানতে মুখিয়ে বোর্ড এবং ধোনি; ফের নিজেকে প্রমাণ করার অপেক্ষায় রোহিত
স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক
২০১৯-এর পর ২০২১। দু’বছর পর দেশে ফিরেছিল আইপিএল। করোনা পরিস্থিতির মধ্যেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, জমজমাট ক্রিকেট উপহার দেবে ২০২১-এর আইপিএল। কিন্তু বিধি বাম। ৩ মে, ২০২১ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। কারণ, কলকাতার দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তার জেরেই প্রথমে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে তা স্থগিত করা হয়। ৫ মে স্থগিত হয়ে যায় গোটা প্রতিযোগিতাই।
বিপদসংকেত অবশ্য ছিল গোড়া থেকেই। যখন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি এবং বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির করোনা পরীক্কার রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর একে-একে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্র এবং আরও কয়েকজনের। এমনকি, করোনা পরিস্থিতির পারদ চড়ছে দেখে আইপিএল খেলা ছেড়ে মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পার মতো অস্ট্রেলীয় তারকারা। ফলে আইপিএলের প্রথম পর্বে ৫৬ টি ম্যাচের মধ্যে মাত্র ২৯ টি ম্যাচ খেলা সম্ভব হয়েছিল। বলতে গেলে, আইপিএলের গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ এখনও বাকি।
এই পরিস্থিতিতে দুবাইতে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বায়ো-বাবলের মধ্যেই খেলা হবে গোটা প্রতিযোগিতা। এবার আইপিএলে দর্শকদের প্রবেশাধিকার থাকছে স্টেডিয়ামে। তবে তাঁদেরকেও মানতে হবে কোভিড-সংক্রান্ত আচরণবিধি।
প্রথম ম্যাচে নজর থাকছে মহেন্দ্র সিং ধোনি এবং অবশ্যই তাঁর বিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার উপর। একেবারে ভিন্ন কারণে। ধোনিকে নিয়ে উঠেছে বিতর্ক। কারণ এখনও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। অথচ আগামী মাস থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হচ্ছেন তিনি। যার জেরে দেখা দিয়েছে স্বার্থের সংঘাত সংক্রান্ত প্রশ্ন। উল্টোদিকে, রোহিতের লড়াই নিজেকে আরও একবার প্রমাণ করার। বিরাট কোহলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপের পর আর টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না। ফলে সহ-অধিনায়ক রোহিত শর্মা দায়িত্ব নেবেন, এমন সম্ভাবনাই বেশি। কিন্তু এরই মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে বোর্ডের কাছে বিরাট যে দাবি জানিয়েছিলেন তা ফাঁস হয়ে যাওয়া। যেখানে বিরাট বোর্ডকে আর্জি জানিয়েছিলেন, সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হোক রোহিতকে। কারণ, রোহিতের বয়স। বিরাট চেয়েছিলেন দলের সহ-অধিনায়ক হন কে এল রাহুল। প্রকৃতপক্ষে টিম ইন্ডিয়ার পরবর্তী টি-২০ অধিনায়ক হিসাবে রাহুলকেই দেখতে চেয়েছিলেন বিরাট। কিন্তু তাতে সায় দেননি নির্বাচকরা।
সব মিলিয়ে বিসিসিআইয়ের অন্দরমহলে পরিস্থিতি এখন যথেষ্ট গরম। ফলে এবারের আইপিএল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দু’পক্ষের কাছেই। বোর্ড চাইছে ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট না ফেলার ফলে তাদের উপর যে আঙ্গুল উঠেছে আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন করে সেই সংক্রান্ত বিতর্কে দাঁড়ি টানতে। উল্টোদিকে, ক্রিকেটাররাও চাইছেন টি-২০ বিশ্বকাপের আগে জোরকদমে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন সেরে নিতে। তাই টানটান লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।