• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রঞ্জি ফাইনালেও স্বমেজাজে যশস্বী

প্রথম দিনের লড়াই জমিয়ে দিল মধ্যপ্রদেশ

সুমিত গঙ্গোপাধ্যায়

রঞ্জি ট্রফির ফাইনালে আজ  মুখোমুখি হয়েছে মধ্যপ্রদেশ ও মুম্বই। প্রথম দিনের শেষে মুম্বই ২৪৮/৫ তুলেছে। 

টসে জিতে পৃথ্বী শ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম উইকেটে ৮৭ রান ওঠার পর পৃথ্বী ৪৭ করে আউট হয়ে যান। যশস্বী জয়সয়াল (৭৮) করলেও অপর প্রান্ত থেকে একাধিক সঙ্গী হারিয়ে ফেলেন। অবশেষে যথারীতি দলকে টেনে নিয়ে যাচ্ছেন সরফরাজ খান। ৪০ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে শামস মুলানি (১২ ব্যাটিং)। মধ্য প্রদেশ দলের চার বোলারই যথেষ্ট ভালো বোলিং করেছেন এখনও অবধি।  সারাংশ জৈন ও অনুভব আগরওয়াল দুটি করে উইকেট পান। 

মুম্বই নামে এই নিয়ে ১১ বার ফাইনালে উঠল। এর আগে ৩৭ বার বোম্বাই বা বোম্বে নামে রঞ্জি ফাইনাল খেলেছে। মোট ৪১ বার জয়লাভ করেছে তাঁরা। 


মধ্যপ্রদেশ অবশ্য এই নিয়ে দ্বিতীয় বার। এর আগে ১৯৯৮/৯৯ মরশুমে তারা কর্ণাটকের বিরুদ্ধে হেরে যায়। বিজয় ভরদ্বাজ শেষ দিন চা পান বিরতির পর ৬ উইকেট নিয়ে মধ্য প্রদেশের রঞ্জি জয় আটকে দেয়। সেই মরশুমে উইলস জয়ী দল ছিল মধ্য প্রদেশ। এছাড়া জোনাল ক্রিকেটে মধ্যাঞ্চলের দাপটের মূল শক্তি তারাই ছিল।

দেশ স্বাধীন হওয়ার আগে হোলকার রাজ্যের নামে ক্রিকেট খেলতো যে দল তারাই আজ মধ্যপ্রদেশ। ১৯৪৪/৪৫ সালে রঞ্জি ফাইনালে বোম্বে দলের হাতে ৩৭৪ রানে হেরে গিয়েছিল হোলকার। চতুর্থ ইনিংসে ৮৬৬ তাড়া করে ৪৯২ তোলে হোলকার। ডেনিস কম্পটন ২৪৯ করেন এই ইনিংসে। দুই ইনিংসে শতরান করেও মুস্তাক আলী দলকে জেতাতে পারেননি।

এরপর স্বাধীন ভারতের প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে বোম্বেকে হারিয়ে দেয় হোলকার। ১৯৫১/৫২ ও ১৯৫৩/৫৪ সালে আবার ফাইনালে দুই দল মুখোমুখি হয় এই দল। হোলকার যথারীতি হারে। পরের বছর মাদ্রাজের কাছে ফাইনালে হেরে যাওয়ার পর একটা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে হোলকার দল উঠে যায়। মধ্য প্রদেশ তৈরী হয়।

এরপর বোম্বে বা মুম্বাইয়ের বিরুদ্ধে ১৪ বার খেলেছে মধ্য প্রদেশ। মাত্র দুইবার  প্রথম ইনিংসে এগিয়ে যায় বাকি বোম্বে বা মুম্বাই হয় জেতে নয় প্রথম ইনিংসে লিড নেয়। দেখার বিষয় এবার কি হয়।

     

বিজ্ঞাপন

Goto Top