• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কোহলিদের দুমড়ে দিয়ে পাঁচে নাইটরা

২১ সেপ্টেম্বর, ২০২১

বরুণ-রাসেলের জোড়া ফলায় বিধ্বস্ত আরসিবি; অভিষেকেই নজর কাড়লেন বেঙ্কটেশ; রানে ফিরলেন শুভমান

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল। বিপক্ষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো নাম মজুদ ছিল প্রচুর। ছিলেন কাইলি জেমিসনের মতো দীর্ঘদেহী অলরাউন্ডারও। কিন্তু এতসব রসদ নিয়েও স্কোরবোর্ডে উঠল সাকুল্যে ৯২ রান। ১৯ ওভারেই অলআউট দল। বছর কয়েক আগে একবার ইডেনে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন সেই ৪৯-এর ভূত ফিরে আসেনি ঠিকই। কিন্তু নাইট বোলারদের মাথায় কোন সময়ই চড়ে বসতে পারেনি বিরাট কোহলি অ্যান্ড কোং। ফলে হিসাব উল্টে দিয়ে কোনও কিছু হওয়ার সুযোগ ছিল না। জয়ের জন্য ৯৩ রান তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই জয় হাসিল করল কেকেআর। ন’উইকেটে জয় আর নেট রানরেট ভালো করে নেওয়ার সুবাদে পয়েন্ট টেবিলে সাত নম্বর থেকে উঠে এল পাঁচ নম্বরে। আট ম্যাচ খেলে আপাতত ছ’পয়েন্ট নাইটদের।

সোমবারের আবু ধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ওপেন করতে নেমেছিলেন দেবদত্ত পাড়িক্কলকে সঙ্গে নিয়ে। কিন্তু এদিন ব্যর্থ তাঁদের ওপেনিং জুটি। ম্যাচের দ্বিতীয় ওভারেই প্রসিধ কৃষ্ণ ফিরিয়ে দিয়েছিলেন কোহলিকে (৫)। ব্যাঙ্গালোরের রান তখন মাত্র ১০। এর পর দেবদত্ত পাড়িক্কলের ২০ বলে ২২ রানের সুবাদে পাওয়ার প্লে-তে ৪১ রান তুলে ফেলেছিল ব্যাঙ্গালোর। কিন্তু পাওয়ার প্লে-র শেষ বলে পাড়িক্কল আউট হতেই হারাকিরি শুরু। এদিনই অভিষেক হওয়া কে এস ভরতকে (১৬) তুলে নিয়েছিলেন রাসেল। আর সেই ওভারেই দুর্দান্ত ইয়র্কারে ছিটকে দিয়েছিলেন এবিডি-র (০) স্টাম্প। এর সামান্য পরেই বরুণ চক্রবর্তীর বলে ম্যাক্সওয়েল (১০) ফিরে যাওয়ায় ব্যাঙ্গালোরের রান দাঁড়িয়েছিল পাঁচ উইকেটে ৬৩। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হর্ষল পটেল (১২) ছাড়া কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি। বোলিং ওপেন করতে এসে চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে তিন উইকেট নেন বরুণ। তিন ওভারে ন’রান দিয়ে তিন উইকেট তুলে নেন ড্রেরাসও। এছাড়া দু’টি উইকেট পেয়েছেন লকি ফার্গুসন (২/২৪)।

রান তাড়া করতে নেমে শুরুতেই কেকেআর-কে চালকের আসনে বসিয়ে দেন নবাগত বেঙ্কটেশ আইয়ার এবং শুভমান গিল। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে ম্যাচ কার্যত নিয়মরক্ষার পর্যায়ে নিয়ে যান তাঁরা। জেমিসন বা হসরঙ্গা কেউই তাঁদের বেগ দিতে পারেননি। সিরাজ কিছুটা রক্ষণাত্মক বোলিং করলেন নাইটদের রানের গতিতে লাগাম দেওয়ার জন্য। কিন্তু উল্টোদিক থেকে সাহায্য পাননি। একমাত্র উইকেট এল যুজবেন্দ্র চাহলের ঝুলিতে যখন তাঁকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হলেন শুভমান গিল (৩৪ বলে ৪৮)। হাতছাড়া করলেন নিশ্চিত অর্ধশতরান। তবে তিন নম্বরে নামা রাসেলকে কোনও বলই খেলতে হয়নি। নেপথ্যে বেঙ্কটেশের ২৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস। মধ্যপ্রদেশের ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান দেখিয়ে দিলেন তাঁকে প্রথম একাদশে নিয়ে ভুল করেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট।

তবে এদিনের ম্যাচ জিতলেও আত্মতুষ্ট হতে নারাজ মর্গ্যানরা। প্লে-অফের জন্য সামনে এখনও লম্বা রাস্তা বাকি। তার উপর বৃহস্পতিবারই মুখোমুখি হতে হবে কেকেআরের চিরকালীন নেমেসিস মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচ জেতার উপরেই অনেকটা নির্ভর করে রয়েছে কেকেআরের প্লে-অফ ভবিষ্যৎ।

     

বিজ্ঞাপন

Goto Top