• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইডেনের পথে প্রথম কাঁটা দিল্লি

প্রথম একাদশে অনিশ্চিত বরুণ

যেভাবেই হোক খেলতে হবে ঘরের মাঠ ইডেনে। এভাবেই প্লে-অফের লড়াইয়ে দলকে তাতাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। যে রাস্তায় কেকেআরের প্রথম কাঁটা অধিনায়কের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালস। 

আইপিএলের মাঝপথে দিল্লি শিবিরে হানা দিয়েছিল কোভিড। কিন্তু আপাতত সেই জুজু কাটিয়ে উঠেছে ঋষভ পন্থের দল। যা চিন্তা বাড়াচ্ছে শ্রেয়স-ম্যাকালামদের। 

শেষ ম্যাচের পরে দিন কয়েক বিশ্রাম পেয়ে শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই তরতাজা নাইট শিবির৷ তবে পরপর চার ম্যাচ হারার পরে জয়ের রাস্তায় ফেরাই এখন প্রথম চ্যালেঞ্জ নাইটদের। আর সেই কারণেই দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কুৎসিত ফর্মের জেরে প্রথম একাদশের বাইরে যেতে হতে পারে বরুণ চক্রবর্তীকে। কিন্তু তাঁর জায়গা কে নেবেন তা এখনও স্পষ্ট নয়। শ্রেয়স এবং ম্যাকালাম বারবারই বলছেন যে টি-২০ ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদল করতেই হবে। কিন্তু প্রকৃতপক্ষে নাইটদের ওপেনিং এবং মিডল অর্ডার চূড়ান্ত নড়বড়ে অবস্থায় রয়েছে। সুনীল নারাইন না বেঙ্কটেশ আইয়ার? স্যাম বিলিংস না অ্যারন ফিঞ্চ? ওপেনিং নিয়ে ধাঁধা অব্যাহত। মিডল অর্ডারে আন্দ্রে রাসেল ছাড়া কেউ ভরসা যোগাতে পারছেন না। প্যাট কামিন্স না টিম সাউদি? পারমুটেশন-কম্বিনেশন চলছেই। 

নাইটদের চাপ আরও বাড়িয়ে দিচ্ছে পৃথ্বী শ' ও ডেভিড ওয়ার্নারের ফর্ম। অলরাউন্ড পারফরম্যান্সে বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন ললিত যাদবের মতো ঘরোয়া তারকারাও। 

ফলে নাইটদের লড়াই রীতিমতো কঠিন হতে চলেছে লক্ষ্মীবারের ওয়াংখেড়েতে।

     

বিজ্ঞাপন

Goto Top