• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ থেকেই শুরু মর্গ্যানদের প্লে-অফের লড়াই

২০ সেপ্টেম্বর, ২০২১

প্রথম একাদশ ঠিক করতে সমস্যায় নাইটরা

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৩ মে, ২০২১। শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। নেপথ্যে বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়া। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই নিজেদের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করছেন ইয়ন মর্গ্যানরা।

ম্যাচ শুরুর আগে কিছুটা চাপে রয়েছে দু’পক্ষই। সাত নম্বরে থাকা কলকাতার সামনে মূল চ্যালেঞ্জ প্লে-অফে ওঠা। এখনও অবধি যারা সাত ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয়ের মুখ দেখেছে। উল্টোদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে মূল সমস্যা তাদের হাই প্রোফাইল টিম। যারা তারকাদের সমাবেশ সত্ত্বেও আইপিএল ট্রফি এখনও ঘরে তুলতে পারেনি। গোদের উপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে বিরাট কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা। এই পরিস্থিতিতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

কেকেআর শিবিরের সামনে বড় পরীক্ষা প্রথম একাদশ নির্বাচন। কে কে ওপেন করবেন, সুনীল নারাইন খেলবেন কোন পজিশনে, বল হাতে প্রথম আক্রমণে আসবেন কারা – এখনও ধোঁয়াশা রয়েছে সবকিছু নিয়েই। প্রশ্ন রয়েছে দীনেশ কার্তিককে নিয়েও। কোন পজিশনে তিনি ব্যাট করবেন এবং ধুঁকতে থাকা ব্যাটিং ফর্মে শুধুমাত্র উইকেটকিপার হিসেবে কতদিন তাঁকে বয়ে বেড়াবে দল, তা নিয়ে প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। চিন্তা রয়েছে আন্দ্রে রাসেলকে নিয়েও। আইপিএলের প্রথম পর্বে একেবারেই প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি ক্যারিবিয়ান তারকাকে। তবে সোমবারের প্রথম একাদশে তাঁর থাকা একরকম নিশ্চিত। হলে সুনীল নারাইন, রাসেল এবং মর্গান তিন বিদেশির জায়গা পূরণ করবেন। কিন্তু চতুর্থ বিদেশি কে হবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দল। কেকেআর ম্যানেজমেন্টের একটা অংশ চাইছে, শুরুতেই সুনীল নারায়ন এবং বরুণ চক্রবর্তীকে আক্রমণে এনে দেবদত্ত পাড়িক্কলদের রান তোলার গতি কমিয়ে দিতে। যাতে ইন্ধন জোগাচ্ছে আবু ধাবির মন্থর ২২ গজ। যেখানে ১৫০ রানই জয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারে। উল্টোদিকে, কোহলিরাও শান দিচ্ছেন স্পিন অস্ত্রে। যেখানে রাসেলদের আটকানোর জন্য দল ভরসা করছে যুজবেন্দ্র চাহলের স্পিনের উপর। তবে কেকেআর শিবিরকে কিছুটা স্বস্তি যোগাচ্ছেন নীতিশ রানা। সোমবার যাঁর ওপেনিং সঙ্গী হতে পারেন শুভমান গিল অথবা সুনীল নারাইন। রবিবারের দুবাইতে দেখা গিয়েছে, সময় যত গড়িয়েছে পিচ মন্থর থেকে মন্থরতর হয়েছে। আবু ধাবিতেও সেই একই ছবি দেখতে পাওয়ার সম্ভাবনা। তার ফলে টস জিতলে আগে ব্যাটিং করে নেওয়াই ভালো বলে বিশেষজ্ঞদের মত। তবে সাম্প্রতিককালে কেকেআর যে স্ট্র্যাটেজি নিয়েছে তাতে রান তাড়া করতেই বেশি স্বচ্ছন্দ দল। শেষ পর্যন্ত কোন স্ট্র্যাটেজিতে মর্গান জয়ের চাবিকাঠি খুঁজে পান সেটাই এখন দেখার। কারণ প্লে-অফে উঠতে গেলে বাকি সাতটি ম্যাচের ছ’টিতে জিততেই হবে তাঁদের।

     

বিজ্ঞাপন

Goto Top