রাহানের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ফিঞ্চ
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আচমকা হার হজম করতে হয়েছে। টগবগে বোলিং আক্রমণ হঠাৎ কিছুটা ম্রিয়মান। ব্যাটিং বিভাগেও ধারাবাহিকতার অভাব। ফলে নববর্ষের সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে একরাশ হিসাব মেলানোর চিন্তা নাইট শিবিরে।
তার জন্য সবচেয়ে আগে দলের দুর্বল জায়গা খুঁজে বের করার চেষ্টা করছেন ব্রেন্ডন ম্যাকালামরা। অজিঙ্ক রাহানে রান পাচ্ছেন না। তাঁর বদলি হিসাবে অ্যারন ফিঞ্চকে খেলানোর কথা ভাবছে কেকেআর। কিন্তু সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থাকতে হবে স্যাম বিলিংসকে। অর্থাৎ, ফিঞ্চ খেললে উইকেটের পিছনে দাঁড়াবেন শেল্ডন জ্যাকসন। তবে জিঙ্কসকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়৷ কারণ, অস্ট্রেলিয়ার সদ্যসমাপ্ত পাকিস্তান সফরে সেভাবে ফর্মে দেখা যায়নি।
চিন্তা বাড়াচ্ছেন এক প্রাক্তন নাইট। রাহুল ত্রিপাঠী। প্রায় প্রতি ম্যাচেই কার্যকরী ইনিংস খেলে যাচ্ছেন। কেন উইলিয়ামসন স্ট্রাইক রেটের সমস্যায় ভুগছেন। কিন্তু শিট অ্যাঙ্করের ভূমিকা দারুণভাবেই পালন করছেন। নিকোলাস পুরানও ছন্দে রয়েছেন। ফলে নাইট বোলারদের জন্য রীতিমতো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।