উমেশ যাদবের চোট নিয়ে ধোঁয়াশা
বরাবরের নেমেসিস কেটেছিল মরশুমের প্রথম ম্যাচেই। যখন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ২২ গজের দুনিয়ায় 'মর্নিং শোজ দ্য ডে' বলে কিছু নেই। তাই প্রথম চার ম্যাচের তিনটিতে জিতেও লিগ টেবলের ন'নম্বরে নেমে গিয়েছে এসআরকে-র দল। নেপথ্যে গত সাত ম্যাচের মাত্র একটিতে জয়।
তবে এতকিছুর পরেও নাইটদের বিদায়ের আগে 'কার্যত' শব্দটা বসাতে হয়েছে পয়েন্ট টেবলের কচকচানির জেরে। সোমবার হারলে এবারের আইপিএল থেকে বিদায়ঘণ্টা পুরোপুরি বেজে যাবে শ্রেয়স আইয়ারদের।
বাড়তি চাপ প্রতিপক্ষের নাম মুম্বই বলে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা চলতি আইপিএলে 'লাস্ট বয়' হয়ে গিয়েছে। টানা আট ম্যাচ হারায় এবারের আইপিএল থেকে আগেই বিদায় ঘটে গিয়েছে রোহিত শর্মাদের। তাই তাঁদের হারানোর কিছু নেই। কিন্তু অধিনায়ক নিজে যথেষ্ট চাপে রয়েছেন। ভালো শুরু করেও আটকে যাচ্ছেন। যা টিম ইন্ডিয়ার নতুন সর্বাধিনায়কের পক্ষে একেবারেই মানানসই নয়। সেক্ষেত্রে ফর্মে ফেরার জন্য কেকেআর ম্যাচকেই বেছে নেবেন না তো রোহিত? টেনশনের চোরাস্রোত রয়েছে নাইট শিবিরে। তার উপর উমেশ যাদবের চোট নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত।
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য এখন দলগঠন, পয়েন্ট আর নেট রানরেটের মিলিত পারমুটেশন-কম্বিনেশন নিয়ে চিন্তিত নাইটদের থিঙ্কট্যাঙ্ক।