আজ শুরু আইপিএল ২০২২
স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক
উলটে দেখুন, পালটে গিয়েছে। নতুন চেহারার কলকাতা নাইট রাইডার্স শিবিরের থিম সং এখন এটাই। দলে একগুচ্ছ নতুন মুখ। নতুন অধিনায়ক। তার উপর আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচেই সামনে চেন্নাই সুপার কিংস। সবমিলিয়ে বাড়তি অ্যাড্রিনালিন ঝরানোর যাবতীয় রসদ মজুত।
গত কয়েক মরশুমে ট্রফির দৌড়ে ব্যর্থ হওয়ার পর এবার ভেবেচিন্তে দল গড়েছেন বেঙ্কি মাইসোররা। যার মূলমন্ত্র, তারকা নয়, পারফর্মার চাই। গত আইপিএলে ব্যাট হাতে যে প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ আন্দ্রে রাসেল। ফলে শুরু থেকেই পারফর্ম করার বাড়তি চাপ রয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডারের উপর।
প্রথম পাঁচ ম্যাচে প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না নাইটরা। ফলে ওপেনিং-এ বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হতে পারেন স্যাম বিলিংস। সেক্ষেত্রে বাকি তিন বিদেশির কোটা পূরণ করতে পারেন সুনীল নারাইন, রাসেল এবং মহম্মদ নবি। যাঁরা ব্যাটিং এবং বোলিং -- দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মিডল অর্ডারে তিন থেকে পাঁচের মধ্যে আসতে পারেন অজিঙ্ক রাহানে, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানা। লোয়ার অর্ডারে শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং উমেশ যাদবকে দেখা যেতে পারে।
অন্যদিকে, আইপিএলে এই প্রথমবার চেন্নাইয়ের হয়ে ধোনি ছাড়া অন্য কেউ টস করতে যাবেন। তবে দলের ক্রিকেট-মস্তিষ্ক হিসাবে যে মাহিই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া, দলে রয়েছেন ডোয়েন ব্রাভো, আম্বাতি রায়াডুর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। ফলে নাইটদের সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ।