বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে সহজ জয় দুর্গাপুরের
১০ সেপ্টেম্বর, ২০২১
সুমিত গঙ্গোপাধ্যায়
বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের তৃতীয় দিন জমে উঠল ইডেনে। বুধবার ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন প্রাক্তন রঞ্জি অধিনায়ক, রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য , প্রাক্তন টেস্ট ক্রিকেটার ও নির্বাচক প্রণব রায় ।
প্রথম খেলায় কলকাতা হিরোজ কাঞ্চনজঙ্ঘা ওয়ারয়র্সের বিরুদ্ধে প্রথম ওভারেই দু'উইকেট হারিয়ে বসে মাত্র পাঁচ রানে। কিন্তু ঋত্বিক রায় চৌধুরী (৫৩ বলে ৬২) মঙ্গলবারের মতো আবার দলের হাল ধরেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন রণজিৎ সিং (২৮ বলে ৩১) ও শুভঙ্কর পাল (৩৩ বলে ৬৬ অপরাজিত)। নির্ধারিত ২০ ওভারে কলকাতা তোলে ১৭৪/৪।
জবাবে কাঞ্চনজঙ্ঘা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও সুদীপ কুমার (৪০ বলে ৫৮) ও সুমন্ত গুপ্ত (২৫ বলে ৩৪) রুখে দাঁড়ান। মিথিলেশ দাস (৭ বলে অপরাজিত ২৩) ও দীপাঞ্জন মুখোপাধ্যায় (সাত বলে অপরাজিত ১৬) সপ্তম উইকেট জুটিতে ১০ বলে ২৫ রান যোগ করে কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়ার্সকে জিতিয়ে দেয়।
অন্য ম্যাচে ঋত্বিক চট্টোপাধ্যায় , সায়ন ঘোষ, রবিকান্ত সিং, অরিত্র চট্টোপাধ্যায়দের দুর্দান্ত বোলিং খড়গপুর ব্লাস্টার্সকে ১০৬ রানে অল আউট করে দেয় সাত বল বাকি থাকতে। দীপ চট্টোপাধ্যায় ৪২ বলে ৫০ রান না করলে চূড়ান্ত লজ্জায় পড়তে হত খড়গপুরকে।
জবাবে দুর্গাপুর ড্যাজলার্স ১৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে যায়। শুভম চট্টোপাধ্যায় ৩৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।