• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মিলার-ডুসেন ঝড়ে হার পন্থদের

ঋষভের নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাতে আর মাসচারেক। তারপরেই দেশের মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সেই লক্ষ্যেই প্রয়োজনীয় অনুশীলন সেরে নিতে চেয়েছিল টিম ইন্ডিয়া। যার প্রথম ধাপ ছিল বৃহস্পতিবারের দক্ষিণ আফ্রিকা ম্যাচ। কিন্তু অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের অভিষেক ম্যাচেই সাত উইকেটে হার হজম করতে হল দলকে। প্রথম একাদশে সদ্যসমাপ্ত আইপিএলের একগুচ্ছ পারফর্মার। কিন্তু দল হিসাবে দাগ কাটতে ব্যর্থ তাঁরা। নিট ফল, চার উইকেটে ২১১ রান তুলেও জয় অধরা থাকল 'মেন ইন ব্লু'-এর।

ওপেনিং জুটিতে ৩৮ বলে ৫৭ রান যোগ করে দলকে পোক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ (১৫ বলে ২৩) আউট হওয়ার পরও দলের রানরেট বাড়িয়ে যাচ্ছিলেন ঈশান এবং শ্রেয়স। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৮০ রান যোগ করেন দু'জনে। ৪৮ বলে ৭৬ রানের নজরকাড়া ইনিংস খেলে যান ঈশান। কার্যকরী রান এসেছে শ্রেয়স (২৭ বলে ৩৬) এবং ঋষভের (১৬ বলে ২৯) ব্যাট থেকেও। শেষদিকে চালিয়ে খেলে ১২ বলে অপরাজিত ৩১ রান করেন হার্দিক পাণ্ড্য। তার জেরেই দু'শোর গণ্ডি পেরিয়ে যায় দল। 

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (৮ বলে ১০) এবং অপর ওপেনার কুইন্টন ডি কককে (১৮ বলে ২২) দ্রুতই ফিরিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ডুবল দল। ক্রমাগত বোলিং পরিবর্তন করে গেলেন পন্থ। ফল হল উলটো। কোনও বোলারই থিতু হওয়ার সুযোগ পেলেন না। প্রথমে ডোয়েন প্রিটোরিয়াস (১৩ বলে ২৯) আর পরে রাসি ভ্যান ডার ডুসেন এবং ডেভিড মিলারের যুদ্ধংদেহী জুটি। এই দুইয়ে মিলিয়ে বড় রান তাড়া করেও জয় পেতে সমস্যায় পড়েনি দক্ষিণ আফ্রিকা। 

অবশ্য ব্যক্তিগত ২৯ রানের মাথায় ভ্যান ডার ডুসেনের যে ক্যাচ শ্রেয়স ফেললেন তা এককথায় কুৎসিত ক্রিকেটের নমুনা হয়ে থাকল। আর পরের ১৫ বলে ৪৬ রান তুলে নিলেন ভ্যান ডার ডুসেন। পাঁচটি ছক্কা ও সাতটি বাউন্ডারিতে সাজানো তাঁর ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস। আর ম্যাচসেরা মিলারের ব্যাট থেকে এল ৩১ বলে ৬৪ রানের চোখধাঁধানো ইনিংস। দু'জনের ৬৪ বলে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি কার্যত বেআব্রু করে দিল টিম ইন্ডিয়ার বোলিংকে।

     

বিজ্ঞাপন

Goto Top