• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সালাহর হ্যাটট্রিকে ম্লান রোনাল্ডো

ওল্ড ট্র্যাফোর্ড লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৫ অক্টোবর, ২০২১

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০ : লিভারপুল-৫

                 (কেইটা, জোটা, সালাহ-হ্যাটট্রিক)

 

লড়াইটা ছিল মহম্মদ সালাহর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচে হ্যাট্রট্রিক করে দলের জয় এনে রোনাল্ডোকে ম্লান করলেন লিভারপুলের সালাহ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মাঠে লিভারপুলে কাছে প্রিয় দলের হারে ম্যান ইউ সমর্থকদের একটা বড় অংশ বিরতিতেই স্টেডিয়াম ছেড়ে যান। ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোকে ফিরিয়ে এনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফিরিয়ে এনে মরসুমের শুরু থেকে ভাল ফলের স্বপ্ন দেখছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকেরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ০-৫ হারে তাঁদের সেই স্বপ্নে ধাক্কা লাগল।

বিরতিতে ম্যাচের ফল ছিল ৪-০। রোনাল্ডো দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পরে একটি গোল করলেও ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের কারণে তা বাতিল করেন। সালাহর হ্যাটট্রিক ছাড়াও লিভারপুলের বাকি গোলদাতারা হলেন ন্যাবি কেইটা ও দিয়েগো জোটা। লিভারপুল কোচ হিসেবে এটি ইউরগেন ক্লপের ২০০তম জয়। অন্য দিকে, এই নিয়ে টানা চার ম্যাচ ইপিএলে জয় পেল না লিভারপুল।

ম্যান ইউয়ের বিরুদ্ধে পাঁচ মিনিটে সালাহর বাড়ানো বল ধরে লিভারপুলকে ১-০ এগিয়ে দিয়েছিলেন কেইটা। ১৩ মিনিটে এ বার কেইটার পাস থেকে ২-০ করেন দিয়েগো জোটা। ৩৮ মিনিটে ফের কেইটার পাস থেকে লিভারপুলের তৃতীয় এবং নিজের প্রথম গোলটি করেন সালাহ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে এ বার জোটার বাড়ানো বল ধরে ৪-০ করেন সালাহ। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে জর্ডান হেন্ডারসনের বাড়ানো বল ধরে লিভারপুলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। ৬০ মিনিটে কেইটাকে মেরে লাল কার্ড দেখেন পল পোগবা।

ম্যান ইউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে এই জয়ের ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট-সহ ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকল লিভারপুল। অন্য দিকে, ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে চলে গেলেন রোনাল্ডোরা।

     

বিজ্ঞাপন

Goto Top