• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

২৪ ঘণ্টা আগেই ১২ জনের দল জানিয়ে দিল পাকিস্তান

বাবরের ভরসা আফ্রিদি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৪ অক্টোবর, ২০২১

একেবারে হোম ম্যাচ। দীর্ঘদিন ধরেই পাক মুলুকে খেলতে যায় না বাইরের কোনও দেশ। সেই ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট টিম বাসের ওপর হামলার ঘটনার পর থেকেই দুবাইকে ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে আসছে পাকিস্তান। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচের পরিবেশ বা পিচের চরিত্র সম্পর্কে পাক দল কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এসব বড় ভূমিকা পালন করে না। বিশেষ করে ভারত-পাকিস্তান মহারণে তো নয়ই। এই যুদ্ধে স্নায়ুর চাপ সামলানোই প্রধান বিষয়। তবে পাকিস্তানের প্রধান লক্ষ্য ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করা। রবিবার টিম ইন্ডিয়াকে হারাতেই পারলেই পাক ক্রিকেটে এক গর্বের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবেন বাবর আজম। অধিনায়ক হিসাবে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোর ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হয়ে থাকবেন তিনি। আর বিষয়টিই সবথেকে বেশি উজ্জীবিত করে তুলেছে পাক শিবিরকে।

ভারতের মতো প্রথম একাদশ গঠন নিয়ে অবশ্য বিশেষ সমস্যা নেই পাকিস্তানের। ম্যাচের একদিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে ফেলেছে তারা। তবে দুটি প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে তাদের। যদিও পাক ব্রিগেড অবশ্য এই তথ্যে বেশি আমল দিতে নারাজ। কারণ, সাম্প্রতিক অতীতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে বাবর অ্যান্ড কোং।

অধিনায়ক বাবর ছাড়াও ফখর জামান, মহম্মদ রিজওয়ান, আসিফ আলিরা ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে তৈরি। বোলিং ডিপার্টমেন্টে পাকিস্তানের প্রধান হাতিয়ার বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। এছাড়া হাসান আলি, হ্যারিস রউফরা রয়েছেনই তাঁকে সঙ্গ দেওয়ার জন্য। অলরাউন্ডার শোয়েব মালিকের অভিজ্ঞতাও বড় ভূমিকা নিতে চলেছে এই ম্যাচে। শুধু পাক তারকারাই নন, ভারতেরও বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার এই ম্যাচের জন্য বাবরদের হয়ে বাজি ধরেছেন। কিন্তু শেষ হাসি কে হাসেন, সেটাই এখন দেখার।

ছবি: পিসিবি টুইটার

     

বিজ্ঞাপন

Goto Top