আজ ওয়াংখেড়েতে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস
স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার তিন ঘণ্টা আগেও চূড়ান্ত নয় নাইটদের প্রথম একাদশ। যার পিছনে রয়েছে আন্দ্রে রাসেলের চোট। নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, কাঁধে চোট রয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডারের। দলের অন্দরমহলের খবর, পায়েও চোট রয়েছে ড্রেরাসের। ম্যাচের আগে তাঁর একশো শতাংশ ফিট হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। একান্তই রাসেল খেলতে না পারলে মহম্মদ নবি বা চামিকা করুণারত্নে তাঁর জায়গা নিতে পারেন।
নাইটদের চিন্তা বাড়াচ্ছেন আরও এক ক্যারিবিয়ান -- ওডিয়ান স্মিথ। পাঞ্জাব কিংসের শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং-এ জয় এনে দিয়েছেন দলকে। ঠিক রাসেলের মতোই পেশিশক্তিকে কাজে লাগাচ্ছেন স্মিথ।
তবে স্মিথের মোকাবিলা করার আগে একগুচ্ছ চ্যালেঞ্জ রয়েছে সুনীল নারাইন, উমেশ যাদব, টিম সাউদিদের সামনে। কারণ, এবার পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপে রয়েছেন শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোনরা। এছাড়া, নাইট ব্যাটারদের যথেষ্ট বেকায়দায় ফেলতে পারেন কাগিসো রাবাদার পেস এবং রাহুল চাহরের লেগস্পিন। রেকর্ড বলছে, রাবাদার বাড়তি গতি এবং বাউন্সের মোকাবিলা করতে রীতিমতো সিদ্ধহস্ত রাসেল।
সবমিলিয়ে ওয়াংখেড়ের মন্থর ২২ গজে বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে কেকেআরের স্পিন বিভাগের উপর।