• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সামনে দিল্লি, অপমানের শোধ তুলতে মরিয়া শ্রেয়স

নাইটদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম ফিঞ্চের

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দু’মরশুম আগেও তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। আর ২০২২ আইপিএলে সেই শ্রেয়স আইয়ারই ঘুঁটি সাজাচ্ছেন তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে, তাঁর প্রাক্তন ডেপুটি ঋষভ পন্থের বিরুদ্ধে। দু’জনের মধ্যে ঠান্ডা লড়াই রয়েছে দিল্লি শিবিরে থাকার সময় থেকেই। কারণ, ২০২১ আইপিএলের শুরুতে চোট পেয়েছিলেন শ্রেয়স। ফলে দলকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছিল ঋষভের কাঁধে। স্বাভাবিকভাবেই শ্রেয়স ভেবেছিলেন, চোট সারিয়ে ফেরার পর অধিনায়কের আর্মব্যান্ড ফেরত পাবেন। কিন্তু মরশুমের মাঝপথেই দিল্লির কর্তারা জানিয়ে দিয়েছিলেন, শ্রেয়স দলে ফিরলেও দলকে নেতৃত্ব দেবেন ঋষভই। দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন শ্রেয়স। তারপরেও শ্রেয়সকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। যে দলকে সাত বছর পরে আইপিএলের প্লে-অফে তুলেছিলে অধিনায়ক শ্রেয়স।

সেই যাবতীয় অপমানের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ রবিবারের ব্রেবোর্নে। যদে চারটি স্টেডিয়ামে এবারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে ব্রেবোর্নেই সবচেয়ে বেশি রান মজুত রয়েছে। আর সেই জায়গাকেই কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। চলতি আইপিএলে ভালো শুরু করেও বড় রান পাচ্ছেন না। সেই খরা কাটানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বাড়তি অ্যাড্রিনালিন ঝরছে বিপক্ষের নাম দিল্লি ক্যাপিটালস বলে।

চার ম্যাচের তিনটিতে জিতে ছ’পয়েন্ট ইতিমধ্যেই তুলে নিয়েছে নাইটরা। সঙ্গে দুর্দান্ত নেট রানরেট। যা তাদের পৌঁছে দিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে। সেখান থেকে যাতে পা না হড়কায় তার জন্য দলকে সবরকমভাবে তৈরি রাখছেন ব্রেন্ডন ম্যাকালামরা।

কিছুটা চিন্তা রয়েছে অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে। কিন্তু ব্রেবোর্নের ২২ গজ হাতের তালুর মতো চেনেন জিঙ্কস। তার উপর দিল্লির বোলিং বরাবর তাঁর প্রিয় মেনু। সুতরাং, তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় রয়েছে কেকেআর শিবির। রানে ফিরে আত্মবিশ্বাস পেয়ে গিয়েছেন তাঁর ওপেনিং পার্টনার বেঙ্কটেশ আইয়ারও। অ্যারন ফিঞ্চ দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না নাইটরা।

তবে ঋষভ পন্থরাও নামছেন তৈরি হয়ে। ছন্দ পেয়ে গেলে নাইটদের পিষে দিতে পারেন পৃথ্বী শ’ এবং ডেভিড ওয়ার্নার। পকেট ডায়নামাইটকে আটকানোর জন্য বাড়তি থাকছে মুম্বই ম্যাচের নায়ক প্যাট কামিন্সের কাঁধে। মিডল অর্ডারে কঠিন চ্যালঞ্জ ছুঁড়ে দিতে পারেন সরফরাজ খান, পন্থ এবং ললিত যাদব। প্রাক্তন নাইট কুলদীপ যাদবও ভালো ফর্মে রয়েছেন। পয়েন্ট টেবলে সাত নম্বরে থাকা দিল্লিকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে অক্ষর পটেলের উপস্থিতি। এছাড়াও, আনরিখ নর্টিয়ার বাড়তি গতি ও বাউন্স এবং মুস্তাফিজুরের কাটার সামলানোর জন্য বিশেষ হোমওয়ার্ক করছেন শ্রেয়সরা।

     

বিজ্ঞাপন

Goto Top