• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সিরাজ সহ ভারতীয় দলের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

গালিগালাজ এবং বর্ণবৈষম্য আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় মনে করছেন এই অজি তারকা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটের এমন লড়াই সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিনি হাসপাতালে পরিণত হওয়া টিম ইন্ডিয়া সিডনিতে ব্যাট হাতে বাইশগজে যে মানসিক দৃঢ়তার ছাপ রেখে গিয়েছে, তাকে কুর্ণিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। চতুর্থ ইনিংসে ৪০৭ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। রোহিত-গিলের ওপেনিং জুটি শুরুটা বেশ ভালোই করেন। এরপর তাল কাটে। ম্যাচের চতুর্থ দিনেই ফিরে যান ভারতীয় দলের দুই ওপেনার। স্বাভাকিভাবেই ব্যাকফুটে চলে যায় রাহানে অ্যান্ড কোং।
অনেকেই মনে করেছিল, কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের ত্রিফলা পেস আক্রমণের সঙ্গে লিয়নের ঘুর্ণিতে খুব সহজেই ধরাশায়ী হয়ে পড়বে ভারত। কিন্তু ক্রিকেট দেবতা হয়তো অন্য কিছুই লিখে রেখেছিলেন। পূজারার জমাট ডিফেন্স এবং পন্থের রুদ্রমূর্তি দেখে একটা সময় তো হারের ভ্রূকুটি ঘাড়ে চেপে বসেছিল অজিদের। এই জুটি ভাঙার পর ড্রয়ের লড়াই শুরু করেন হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষ পর্যন্ত লক্ষ্যে সফল এই দুই বীর যোদ্ধা। তাই এই ড্র জয়ের থেকে কোনও অংশেই কম নয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচে অবশ্য সাক্ষী থাকতে হয়েছে কিছু বিতর্ক এবং অপ্রীতিকর ঘটনার। সিডনির ইতিহাসে অবশ্য বিতর্ক কোনও নতুন বিষয় নয়। এর আগে অ্যান্ড্র সাইমন্ডস এবং হরভজন সিংয়ের বহুচর্চিত মাঙ্কি গেট কান্ডের জেরেও শিরোনামে উঠে এসেছিল এসসিজি। আর এবার অনফিল্ড আম্পায়ারকে অজি অধিনায়ক টিম পেইনের কটূক্তি হোক বা পন্থের ফুট মার্ক মুছে দেওয়া স্টিভ স্মিথের ভাইরাল হওয়া ভিডিও, নানান কারণে বিতর্কের জন্ম দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তবে এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে অজি সমর্থকদের বর্ণবৈদ্বেষী মন্তব্য। সারা বিশ্বে বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্ণবাদের কালো ছায়া পড়ে তৃতীয় এবং চতুর্থ দিন। বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হন দুই ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরা। বিশেষ করে রবিবার ম্যাচের চতুর্থদিন সিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন সিডনির দর্শকরা। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আম্পায়ারদের কাছে অভিযোগ করেন সিরাজ। এরপরই নিরাপত্তাকর্মীদের মধ্যস্থতায় গ্যালারি থেকে বের করে দেওয়া হয় কিছু দর্শককে। ঘটনার জেরে প্রায় মিনিট দশেক বন্ধও ছিল খেলা।
নিজেদের দেশের দর্শকদের এহেন বিব্রতকর কাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছেন, ‍‘ম্যাচের ফলাফল আমাদের জন্য যথাযথ হয়নি। কিন্তু এটাই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য। পাঁচদিনের কঠিন লড়াই এবং সতীর্থদের কঠোর পরিশ্রমকে আমি সম্মান জানাই। ভারতীয় দলকেও অভিনন্দন যেভাবে ওরা কঠিন লড়াই করে ম্যাচটিকে ড্রয়ে রূপান্তরিত করেছে। এই জন্যই এই খেলাটাকে আমরা ভালোবাসি। এটা খুব সহজ কাজ ছিল না। সিরিজ নির্ণায়ক ম্যাচটি হবে ব্রিসবেনে এবং আমি মনে করি গাব্বা এর জন্য একেবারে সঠিক জায়গা। সেইসঙ্গে আমি মহম্মদ সিরাজ ও ভারতীয় দলের কাছে ক্ষমা চাইছি। গালিগালাজ এবং বর্ণবৈষম্য আচরণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি বা পরিবেশ যাই হোক না কেন, এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমি ঘরের মাঠে দর্শকদের কাছ থেকে আরও ভাল কিছু আশা করব।’

     

বিজ্ঞাপন

Goto Top