• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চোটের থাবা অজি শিবিরেও, ছিটকে গেলেন পুকোভস্কি

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ । 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অজি সফরে যাওয়ার আগে থেকেই চোট-আঘাতে ভুগছে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ায় পৌঁছে ইনজুরির এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় টিম ইন্ডিয়ার। চোটের থাবায় গাব্বায় প্রথম একাদশ বাছতেই হিমশিম খেতে হচ্ছে রবি শাস্ত্রী অ্যান্ড কোংকে। এ তো গেল ভারতীয় শিবিরের কথা! যা এখন আর কারও অজানা নয়। তবে এবার চোট-আঘাত হানা দিল ক্যাঙারু ব্রিগেডে। ইনজুরির কবলে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন উইল পুকোভস্কি।
চলতি সিরিজে অবশ্য অস্ট্রেলিয়া এই প্রথম চোটের কবলে পড়ল, তা নয়। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পুকোভস্কি ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে নামতে পারেননি। সিডনিতে তৃতীয় টেস্টে ব্যাগি গ্রিন টুপিতে অভিষেক হয় ডানহাতি ওপেনার পুকোভস্কির। জাতীয় দলের হয়ে কেরিয়ারের প্রথম ম্যাচেই অর্ধশতরান হাঁকান তিনি। এরপরই ফের চোটের কবলে পড়ে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ২২ বছরের তরুণ তুর্কি। তাঁর পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন মার্কাস হ্যারিস।
শুক্রবার থেকে শুরু হচ্ছে রাহানেদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট। বৃহস্পতিবার সেই জন্য ফিটনেস পরীক্ষা দেন অজি ক্রিকেটাররা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন পুকোভস্কি। স্বাভাবিক ভাবেই ফের পরিবর্তন হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেনিং জুটিতে। এই নিয়ে একটি সিরিজে তিনবার ওপেনিং জুটি পরিবর্তন হল অজিদের। ক্যাঙারুদের ক্রিকেট ইতিহাসে যা আগে কখনও হয়নি। এই ঘটনা সত্যিই নজিরবিহীন। প্রসঙ্গত, সিডনি টেস্টের পঞ্চম দিনে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার অজি অধিনায়ক টিম পেইন বলেন, ‍‘উইল পুকোভস্কি আগামিকাল খেলবে না। ও আজ সকালে অনুশীলনের চেষ্টা করেছিল। তবে ফিটনেস টেস্টে পাস করতে পারেনি। তাই ও আপাতত আমাদের চিকিৎসকদের সঙ্গে থাকবে। আমি মনে করি, ও নিঃসন্দেহে এই টেস্ট মিস করবে। ওর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মার্কাস হ্যারিসকে।’
এছাড়া চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে, তাতে আর কোনও পরিবর্তন নেই। প্রথম তিন টেস্টে আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাই বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত প্রথম একাদশ নিয়ে কিছু জানানো হয়নি ভারতীয় শিবিরের পক্ষ থেকে।

     

বিজ্ঞাপন

Goto Top