রোহিতের মনোভাবের সমালোচনা গাভাসকারের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কব্রিসবেনে বৃষ্টির থাবা। দ্বিতীয় দিনের শেষ সেশনে মাঠেই গড়াল না বল। তবে যেটুকু খেলা হয়েছে, তাতে নিঃসন্দেহে বলা যায় ব্যাকফুটে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের দুরন্ত পারফরম্যান্স এবং ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের দুই উইকেটে পতন, এই হল গাব্বার এখনও পর্যন্ত সারমর্ম।
২১৩ রানের মধ্যে অজিদের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিল ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপ। তার উপরে পেসার নবদীপ সাইনির চোট পেয়ে মাঠ ছাড়া। ম্যাচের প্রথম দিন ২৭৪ রানে শেষ করেছিল অজিরা। শনিবার দ্বিতীয় দিনেও বেশ ভালো শুরু করে অস্ট্রেলিয়া। তবে ৩১১ রানের মাথায় এসে ভাঙে টিম পেইন এবং ক্যামেরন গ্রিনের জুটি। শার্দূল ঠাকুরের বলে অর্ধশতরান করে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক। মাত্র চার রানের মধ্যে ক্যাঙারুদের তিন ক্রিকেটারকে আউট করে ফের ম্যাচে ফিরে আসে রাহানে অ্যান্ড কোং।
৪৭ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্রিজে সেট হয়ে যাওয়া গ্রিন। মাত্র দুই রান করে দ্রুত ফেরেন প্যাট কামিন্সও। ৩১৫ রানে ৮ উইকেট ফেলে দেওয়ার পরও অজিদের চেপে ধরতে ব্যর্থ ভারতীয় বোলাররা। নাথান লিয়ন এবং মিচেল স্টার্ক দলকে টানতে থাকেন। ৩৫ বলে ২০ করে অপরাজিত থেকে যান স্টার্ক। উল্টোদিকে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন লিয়ন। নিজের শততম টেস্টে ২২ বলে ২৪ রানের ইনিংস উপহার দেন ডানহাতি স্পিনার। ৩৬৯ রানে গিয়ে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। মেন ইন ব্লুদের হয়ে তিনটি করে উইকেট পান নটরাজন, ঠাকুর এবং সুন্দর।
ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা শুভমন গিলের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। জাতীয় দলের টেস্ট টিমে সুযোগ পাওয়ার পর এই প্রথম দু’অঙ্কের রান টপকাতে না পেরে ব্যর্থতার মুখ দেখলেন গিল (৭)। এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু সেট হয়ে যাওয়ার পরও উইকেট ছুড়ে দিয়ে রোগ এখনও সারাতে পারেননি হিটম্যান। ৭৪ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেইসঙ্গে দলকে ঠেলে দেন ব্যাকফুটে। রোহিতের এই মনোভাবের প্রবল সমালোচনা করেছেন সুনীল গাভাসকার, সঞ্জয় মঞ্চরেকররা।
পূজারাকে সঙ্গ দিতে মাঠে নামেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ভারতীয় ইনিংসের ২৬ ওভারের মাথায় চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়ার। এরপরই বৃষ্টি নামে ব্রিসবেনে। পরে বৃষ্টি থামলেও মাঠের পরিস্থিতি খেলার অযোগ্য হওয়ায় আর ম্যাচ শুরু করতে পারেননি অফিসিয়ালরা। দিনের শেষে ৬২ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ক্রিজে রয়েছেন পূজারা (৮) এবং রাহানে (২)।
ম্যাচের তৃতীয় দিনে ভারতের জন্য কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার। টিম ইন্ডিয়ার ব্যাটিং ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে দুই সিনিয়র ক্রিকেটার রাহানে ও পূজারার উপর। এছাড়া রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। চলতি সিরিজে তাঁর ফর্ম অবশ্য মোটেও আশার আলো দেখাচ্ছে না। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে ঋষভ পন্থকেও। লোয়ার অর্ডারে সুন্দর এবং ঠাকুরও ব্যাট হাতে বাইশগজে বেশ পারদর্শিতার ছাপ রেখেছেন। তবে ঘরোয়া ক্রিকেট আর গাব্বার পিচে কামিন্স-স্টার্ক-লিয়নদের সামলানোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। যদিও সুযোগের সদ্ব্যবহার করে দলে নিয়মিত জায়গা করে নেওয়া এবং তারকা খ্যাতি পাওয়ার জন্য মুখিয়ে থাকবেন তাঁরা।