• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুস্তাক আলিতে মরশুমের প্রথম হার বাংলার

অসমের বিরুদ্ধে ১৩ রানে হারল বাংলা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

একেবারে ক্যাপ্টেন্স নক। প্রথম ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস। তারপর বল করতে গিয়ে বিপক্ষ শিবিরে হানা। কার্যত একার হাতেই বাংলা বধ করলেন রিয়ান পরাগ। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অসমের বিরুদ্ধে ১৩ রানে হারল বাংলা। চলতি মরশুমে এটাই প্রথম হার অরুণ লালের শিষ্যদের। টানা তিন ম্যাচ জিতে মুস্তাক আলির শুরুটা দুর্দান্ত করেছিল বাংলা। চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন।
শনিবার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বঙ্গ অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। অধিনায়ক পরাগের ৫৪ বলে অপরাজিত ৭৭ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে অসম। বাংলার হয়ে সর্বোচ্চ দুই উইকেট দখল করেন ঈশান পোড়েল। জবাবে শুরুটা মন্দ করেনি বঙ্গ ব্রিগেডও। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় মরশুমে প্রথম হারের মুখ দেখতে হল লালজি’র দলকে। দলগত ১০৩ রানের মাথায় যখন মনোজ তিওয়ারি আউট হন, তখন জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল ৪৪ বলে ৫৫ রান। হাতে তখনও সাত উইকেট থাকায় অনেকেই মনে করেছিল, এই ম্যাচটিও হাসতে হাসতে জিতে যাবে বাংলা। তবে ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকা অনুষ্টুপের ইনিংস ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের জন্য একেবারেই বেমানান। ৪৭ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিন নম্বরে ব্যাট করতে নামা অনুষ্টুপ। ২২ বলে ৩৩ রান করে মনোজ আউট হতেই ম্যাচের মোড় ঘুড়ে যায় অসমের পক্ষে। এরপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে বাংলা। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ১৪৪-এ গিয়ে থমকে যেতে হয় বঙ্গ শিবিরকে। ব্যাটে সাফল্যের পর বল হাতে দুই উইকেট তুলে নেন রিয়ান পরাগ।

     

বিজ্ঞাপন

Goto Top