শোক বার্তা বিরাট-পাঠানের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবছরের শুরুতেই দুঃসংবাদ পান্ডিয়া পরিবারে। চিরঘুমের দেশে পাড়ি দিলেন হার্দিক-ক্রুনালের বাবা হিমানশু পান্ডিয়া। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাইশগজে দুই ছেলের সাফল্যের পিছনে বড় অবদান ছিল হিমানশুর। সেকথা প্রকাশ্যে বহুবার জানিয়েছিলেন হার্দিক এবং ক্রুনাল। তাঁদের মতে, বাবা ছিলেন এই দুই ক্রিকেটারের কাছে বন্ধুর মতো। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পান্ডিয়া পরিবারে।
চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন ক্রুনাল পান্ডিয়া। কিন্তু বাবাকে হারানোর পর তিনি বরোদার জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেন। বাবার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য এই বছর মুস্তাক আলি টুর্নামেন্টে আর খেলবেন না বাঁহাতি অলরাউন্ডার। এখনও পর্যন্ত বরোদার হয়ে চলতি প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলেছেন ক্রুনাল। উত্তরাখন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৭৬ রানের ম্যাচ উইনিং পারফরম্যান্স আসে তাঁর ব্যাট থেকে। এছাড়া মোট চারটি উইকেটও দখল করেছেন তিনি। চলতি মরশুমে বরোদার অধিনায়কত্বের দায়িত্বও ছিল ক্রুনালের উপর। সেটাও বেশ ভালো ভাবে সামলাচ্ছিলেন ক্রুনাল। এলিট গ্রুপ সি-এর শীর্ষে ছিল তাঁর দল বরোদা। এবার তিনি না খেলায় স্বাভাবিক ভাবেই কিছুটা চাপে বরোদা। শনিবার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগাদি বলেন, ‘হ্যাঁ, ক্রুনাল পান্ডিয়া বায়ো বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছে। এটা ওর ব্যক্তিগত ক্ষতি। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হার্দিক এবং ক্রুনালের এই অপূরণীয় ক্ষতিকে মর্মাহত।’
হার্দিক পান্ডিয়া কিন্তু মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামেননি। সামনেই ভারত সফরে আসছে ইংল্যান্ড। ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি অলরাউন্ডার। যাতে কোনও রকম চোট-আঘাতে কবলে না পড়েন বা ক্লান্তি গ্রাস না করে, সেই জন্যই ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন হার্দিক।
বরোদার প্রাক্তন অধিনায়ক হিসাবে হার্দিক এবং ক্রুনালকে খুব কাছে থেকে দেখেছেন ইরফান পাঠান। পান্ডিয়া ব্রাদার্সের পিতৃবিয়োগের খবর পেয়ে টুইটারে সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতের প্রাক্তন এই অলরাউন্ডার বলেন, ‘মোতিবাগে কাকুর সঙ্গে প্রথমবার সাক্ষাতের কথা ভীষণ মনে পড়ছে। ছেলেদের ক্রিকেট খেলার বিষয়ে উনি খুবই উৎসাহী ছিলেন। তোমাদের এবং তোমাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময় পার করার জন্য ভগবান তোমাদের শক্তি জোগাক।’
টুইট করে শোক প্রকাশ করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি লেখেন, ‘হার্দিক এবং ক্রুনালের পিতৃবিয়োগের কথা শুনে আমি আমি শোকাহত। বহুবার উনার সঙ্গে কথা বলেছি, খুব মজার মানুষ ছিলেন। উনার আত্মার শান্তি কামনা করি। তোমরা দু’জন শক্ত থাকো।’