শিশুসুলভ মানসিকতায় বেজায় চটেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ইনিংসে ভারতকে ৩৬৯ রানের চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ১১ রানের মাথায় উঠতি প্রতিভা শুভমন গিলকে প্যাভিলিয়নে ফেরান কামিন্স। তবে প্রাথমিক ধাক্কাটা বেশ ভালো ভাবেই সামলে নিয়েছিলেন অপর ওপেনার রোহিত শর্মা। সাবলীল ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন হিটম্যান। হঠাৎই ছন্দপতন। অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন মুম্বইকর।
দলের রান তখন মাত্র ৬০। রোহিত ব্যাট করছিলেন ৪৪ রানে। নাথান লিয়নের করা সেই ওভারের তৃতীয় বলেই বাউন্ডারি হাঁকান তিনি। পঞ্চম বলে চেষ্টা করেন ছক্কা মেরে পঞ্চাশে পৌঁছে যেতে। কিন্তু ধরা পড়ে যান মিড ও লং অফের মাঝামাঝি জায়গায়। সমাপ্তি ঘটে রোহিতের ৭৪ বলে ৪৪ রানের ইনিংসের।
সিডনিতেও একই রকম দায়িত্বজ্ঞানহীনের পরিচয় দেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে যখন ৪০৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রবল চাপে ভারত, তখন একই ভাবে উইকেট ‘দান’ করে দিয়ে আসেন রোহিত। বারবার দলের একজন সিনিয়র ব্যাটসম্যানের এহেন শিশুসুলভ মানসিকতায় বেজায় চটেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
ধারাভাষ্য কক্ষে বসে সঙ্গে সঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সানি। অপ্রয়োজনীয় শট খেলায় রোহিতকে দায়িত্বজ্ঞানহীন বলে সম্বোধন করেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘কেন? কেন? কেন? এটা অবিশ্বাস্য শট। দায়িত্বজ্ঞানহীনের মতো শট। লং অনে ফিল্ডার, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার। দুই বল আগেই তো একটা বাউন্ডারি হয়েছে। তুমি একজন সিনিয়র ক্রিকেটার। এর কোনও ব্যাখ্যা হয় না। অপ্রয়োজনীয় একটা শট। উইকেটটা উপহার দিয়ে এল। পুরোপুরি অপ্রয়োজনীয়।’
এদিকে ব্যাগি গ্রিন টুপি পরে শততম ম্যাচ খেলতে নেমে নাথান লিয়ন প্রথম উইকেটটাই পেয়েছেন রোহিতের। প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনা করে সেরা ডেলিভারিটাই করার চেষ্টা ছিল বলে জানিয়েছেন লিয়ন। তাঁর মন্তব্য, ‘মাঠে দর্শক দারুণ। রোহিত বিশ্বমানের ক্রিকেটার। আমি নিজের সেরা বলটাই করতে চেয়েছিলাম।’
আউটের বলটা সেরা না হলেও, সাফল্য পেয়েছেন লিয়ন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠবারের মতো রোহিতের উইকেট নিলেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে আর কোনও বোলার রোহিতকে এতবার আউট করতে পারেননি।