• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হার্ট ব্লকেজ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের

সমস্যায় বঙ্গ ক্রিকেট। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

বাংলার ক্রিকেটে ফের দুঃসংবাদ ! সৌরভের পর এবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ব্লকেজ পাওয়া গিয়েছে তার আর্টারিতেও বর্তমান সিএবি সচিবের বুকেও ভাই সৌরভের মতই একটি স্টেন্ট বসাতে হবে কদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আকস্মিক বুকে ব্যথার কারণ হিসেবে উঠে এসেছিল আর্টারি ব্লকেজ হৃদপিন্ডের তিনটি আর্টারিতেই ব্লকেজ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরএনজিওপ্লাস্টি করে দুটি আর্টারিতে স্টেন্ট বসানোর পর যন্ত্রণা থেকে মুক্তি পান মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবারও এধরনের সমস্যা ছিল। সেই জিনের কারণেই ভুগতে হয়েছিল সৌরভকে, শুধু তাই নয় পরিবারের অন্যদের হতে পারে এই একই ধরনের সমস্যাশোনা যাচ্ছে, আগামী ২২ জানুয়ারি স্টেন্ট বসানো হতে পারে স্নেহাশিসের বুকে।

 

     

বিজ্ঞাপন

Goto Top