• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হাসপাতালে চন্দ্রশেখর, উদ্বেগ ভারতীয় ক্রিকেটমহলে

ভারতের হয়ে ৫৮ টেস্টে ২৪২ উইকেট রয়েছে চন্দ্রর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

উদ্বেগ ভারতীয় ক্রিকেট মহলে। বুকে প্রবল ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভাগবত চন্দ্রশেখর। কর্ণাটক রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক আধিকারিক জানান, হঠাৎ স্ট্রোক হওয়ায় তাঁকে দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে আছেন তিনি। গত ১৫ জানুয়ারি থেকে কথা জড়িয়ে যাওয়া এবং ক্লান্তির কারণে হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন এই স্পিনারকে। তবে এখন কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগামী দুই দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও খবর।

চন্দ্রশেখরের স্ত্রী সন্ধ্যা বলেন, ‍‘উনি একেবারেই সুস্থ ছিলেন এবং ম্যাচ দেখছিলেন। ঠিক তখনই হঠাৎ ওর কথা জড়িয়ে যায় এবং ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে আমরা ওকে হাসপাতালে ভর্তি করি। আপাতত ওর শারীরিক পরিস্থিতি ভালো। আশা করি দুদিনের মধ্যে ওকে বাড়ি নিয়ে যেতে পারব।

প্রসঙ্গত, দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সিতে ৫৮ টেস্টে ২৪২ উইকেট দখল করেছেন এই লেগস্পিনার। সাদা জার্সির ক্রিকেটে ১৬ বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে চন্দ্রশেখরের। ১৯৬১ সালের জানুয়ারিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় তাঁর। ১৯৭৯ সালে শেষবার দেশের জার্সিতে মাঠে নামেন ডানহাতি স্পিনার। এছাড়া একটি ওডিআই ম্যাচেও দেশের প্রতিনিধিত্ব করেন চন্দ্রশেখর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top