নক-আউট পর্বে তামিলনাড়ু
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। সোমবার ইডেনে অনুষ্টুপ মজুমদারের দল তামিলনাড়ুর কাছে হারল ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে নিধ৪আরিত ২০ ওভারে বাংলা করেছিল ১৬৩-২। উত্তরে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ১৬৭-২ করে খেলা শেষ করে দেয় তামিলনাড়ু।
তামিলনাড়ুর জয়ে বড় ভূমিকা নেন নারায়ণ জগদীশন। ৪৫ বলে অপরাজিত ৭১ রান করার পথে তিনি মারেন ছ’টি চার এবং চারটি বিশাল ছক্কা। উল্টোদিকে, বাংলার হয়ে বড় রানের জুটি তৈরি করা যায় না। ব্যাটে একমাত্র উজ্জ্বল ছিলেন মহম্মদ শামির ভাই কাইফ আহমেদ ৪৭ বলে অপরাজিত ৬৩ রান করেন তিনি। বাংলার বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি। বাকিদের মধ্যে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ২২ বলে ৩৪ রান।
তামিলনাড়ুর হয়ে ৩১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক দীনেশ কার্তিক। ২০ বলে ৩০ রান করেন অরুণ কার্তিক।
ছবিঃ সিএবি