সিরিজ জিতে রেকর্ডের খাতায় রাহানেরা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক১) ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে তরুণ ক্রিকেটার হিসাবে চতুর্থ ইনিংসে অর্ধশতরান করার রেকর্ড গড়লেন শুভমন গিল। মঙ্গলবার হাফসেঞ্চুরি পূরণ করার সময় পঞ্জাব তনয়ের বয়স ছিল ২১ বছর ১৩৩ দিন। তিনি টপকে গেলেন কিংবদন্তি সুনীল গাভাসকরকে। ১৯৭০-৭১ মরশুমে ২১ বছর ২৪৩ দিনের মাথায় পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন সানি।
২) পঞ্চম দিনে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নিরিখে তৃতীয় স্থানে থাকল টিম ইন্ডিয়ার এদিনের অজি বধ। ১৯৪৮ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০৪ রান তাড়া করে পঞ্চম দিন জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লর্ডসে ইংরেজদের বিরুদ্ধে টেস্টের শেষ দিন ৩৪৪ রান করে ম্যাচ জিতেছিল ক্যারিবিয়ানরা। মঙ্গলবার ক্যাঙারুদের বিরুদ্ধে ৩২৫ রান তুলে গাব্বায় দুরন্ত জয় ছিনিয়ে নিল রাহানে অ্যান্ড কোং।
৩) প্রথম টেস্টে হারের পরও সিরিজ পকেটে পুরেছে ভারত, এরকম ঘটনা এর আগে উপমহাদেশের বাইরে হয়নি। দেশের মাটিতে তিনবার এবং শ্রীলঙ্কায় একবার এই ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এবারই প্রথম এশিয়ার বাইরে প্রথম টেস্ট হারার পরও ২-১ ব্যবধানে সিরিজ জিতল মেন ইন ব্লু।
৪) অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাসে তিন নম্বরে ভারত। সর্বোচ্চ ৪১৪ রান তাড়া করে পার্থে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, ২০০৯ সালে। মেলবোর্নে ১৯২৯ সালে ৩৩২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এবার টিম ইন্ডিয়া গাব্বায় পূরণ করল ৩২৮ রানের লক্ষ্যমাত্রা।
৫) টেস্টের ইতিহাসে রান তাড়া করে জয়ের ব্যাপারে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ। ১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৬ রান তাড়া করে জয় পেয়েছিল মেন ইন ব্লু। ২০০৯ সালে চেন্নাইয়ে ৩৮৭ রানে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে হারিয়েছিলেন ধোনি-কোহলিরা। এরপরই ব্রিসবেনের ম্যাচ।
৬) বিগত ৩২ বছর ধরে গাব্বায় অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে ৩১টি ম্যাচ খেলেছিল অজিরা। ৩২তম ম্যাচে এসে রাহানে-পন্থদের কাছে চূর্ণ হল গাব্বায় অজি দর্প।
৭) নিজের রেকর্ড নিজেই ভাঙছেন চেতেশ্বর পূজারা। মন্থর থেকে মন্থরতম হয়েছে তাঁর ইনিংস। সিডনিতে প্রথম ইনিংসে অর্ধশতরান করতে ১৭৪ বল নিয়েছিলেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। সেটি ছিল হাফসেঞ্চুরি করার জন্য সবথেকে বেশি বল খরচ করার ইনিংস। গাব্বায় সেই রেকর্ড হেলায় ভেঙে দিলেন পূজারা। ব্রিসবেন টেস্টে ৫০ করতে ‘চিন্টু’ নিলেন ১৯৬ বল!