অভিনন্দন জানালেন অক্ষয় কুমারও
অলিভিয়া ডায়াসব্রিসবেনে ভারতের জয়ে ফুটছে বলিউডও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা কেকেআর মালিক শাহরুখ খান খেলা শেষ হওয়ার পরেই টুইট করেন, ‘‘দুর্দান্ত জয়। প্রতিটা বল দেখার জন্য রাত জেগে বসেছিলাম।’’
বলিউডের খিলাড়ি অক্ষয়কুমারও টুইট করে লেখেন, ‘‘এ রকম অনুপ্রেরণামূলক পারফরম্যান্স করে দিল জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সব রকমের বিরুদ্ধ ফ্যাক্টরকে হারিয়ে এই সিরিজ জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলের সবাইকে। সত্যিকারের চ্যাম্পিয়ন।’’ কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিন্টা বলেছেন, ‘‘দুরন্ত সিরিজ জয় করে আমাদের দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমপর্যায়ে এক নম্বরে চলে গেল। জয় হিন্দ।’’