• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রেড কার্পেটে স্বাগত রাহানেদের 

দেশে ফিরল টিম ইন্ডিয়া। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঐতিহাসিক অস্ট্রেলিযা সফর শেষে দেশে ফিরল ভারতীয দল। বৃহস্পতিবার সকালে মুম্বইযে পা রাখল গোটা দল। বিমানবন্দরে রাহানেদের পুষ্পস্তবক দিযে সম্মান জানানো হয। সেই সন্দ্বে রেড কার্পেট বিছিযে দেওযা হয। রেড কাপের্টের উপর দিযে এক এক করে ভারতীয দলের ক্রিকেটাররা বেরিযে আসেন। তবে দলের সব ক্রিকেটাররা একই সঙ্গে না থাকলেও মুম্বই বিমানবন্দরে দেখা যায, অধিনাযক অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শুভমন গিল, প্রীতি শ-কে। ভারতীয দলকে ঠিক এই ভাবে অভ্যর্থনা জানানো হবে তা আন্দাজ করা গিয়েছিল। সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তাও জোরদার করা হয। কারণ বৃহস্পতিবার ভোরে ভারতীয দল যখন বিমানবন্দরের নামে তখন সেখানে সমর্থকদের ভিড় দেখা যায। সেই কারণে নিরাপওা জোরদার করা হয। 
আপাতত কযেদিন পরিবারের সন্দ্বে সময কাটানোর সুযোগ পাবে ভারতীয দলের ক্রিকেটাররা। ছুটি কাটিযে ফের দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটারেরা। কারণ আগামী 5 ফেব্রুযারি থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে টেসট সিরিজ। তাই ক্রিকেটারেরা পরিবারের সঙ্গে খুব বেশিদিন সময কাটাতে পারবে না। তবে করোনা বিধি কিছুটা হলেও শিথিল করতে পারে বোর্ড। ইতিমধ্যেই বিদেশ সফরের পর কোয়ারান্টাইন নিষিদ্ধ করেছে বিসিসিআই। তাই ক্রিকেটাররা পরিবারের সন্দ্বে যোগ দিতে পারছেন। ইংল্যান্ড সিরিজেও বেশ কিছু নিযম তুলে দিতে পারে বলে জানা যাচ্ছে। 
অজি বধের পর এই মুহূর্তে রাহানের অধিনাযকত্বের অনেক প্রশংসা দেখা দিযেে। তাঁর বাবা মধুকর রাহানেও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি রাহানের বাবা হযে গর্বিত মনে করছি। রাহানে যেভাবে অধিনাযকের দাযিত্ব পালন করেছে দলের খারাপ সমযে তা দেখে আমি খুশি। এই জয আমার মনে সব সময স্মরণীয হযে থাকবে। ওর আরও সাফল্য কামনা করি। 
অস্ট্রেলিযার মাঠে একদিনের সিরিজে হারলেও, টি-20 এবং টেস্ট সিরিজ জিতে নেয ভারত। সবক’টি সিরিজেই ফল হযেে 2-1। এই সিরিজ থেকে একাধিক নতুন ক্রিকেটারকে পেযে গিয়েছে ভারত। শুভমন গিল, টি নটরাজন, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুরদের যেমন পাওযা গিয়েছে, তেমনই ঋষভ পন্থকেও যেন নতুন করে আবিষ্কার করা গিয়েছে এই সিরিজে। ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয দলের জন্য এটা বাড়তি অক্সিজেন ছাড়া আর কিছুই নয। আপাতত কযেদিনের বিশ্রাম। অজি সফরের জযে রেশ কাটিযে আর কযে দিনের মধ্যেই ফের মাঠে ফিরবেন ক্রিকেটাররা।

     

বিজ্ঞাপন

Goto Top