মহম্মদ সিরাজ, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন এই বিলাসবহুল এসইউভি গাড়ি উপহার পেলেন।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনার অন্ত নেই! ঐতিহাসিক সিরিজ জয়ের পর ইতিমধ্যেই দেশের মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। ঘরে ফেরার পরও শুভেচ্ছা-বন্যায় ভেসে যাচ্ছেন অজিঙ্কা রাহানে অ্যান্ড। সঙ্গে বাড়তি পাওয়া হিসাবে থাকছে পুরস্কার। অজি সফরে অসামান্য বীরগাথা রচনা করার অংশ হিসাবে ভারতের ছয় ক্রিকেটারকে পুরস্কৃত করলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। মহম্মদ সিরাজ, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন- এই ছয় তরুণ তুর্কিকে বিলাসবহুল এসইউভি গাড়ি উপহার দিলেন তিনি।
একঝাঁক উঠতি প্রতিভা নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে রোমাঞ্চকর সিরিজ জয় করে ফিরেছেন রাহানে। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপের নেতৃত্বে ছিলেন মহম্মদ সিরাজ। সিডনি টেস্টে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। গাব্বায় যখন শেষ টেস্ট খেলতে নামে ভারত তখন সিরাজের ঝুলিতে অভিজ্ঞতার সংখ্যা দুই। অপর দুই পেসার সাইনি এবং নটরাজনের আবার সেই ম্যাচেই অভিষেক হয়। মিডিয়াম শার্দুল ঠাকুরও ব্রিসবেনে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামেন। একমাত্র স্পিনার ছিলেন সুন্দর। যাঁর অভিষেক হয় ব্রিসবেনেই। অন্যদিকে, এবারের অস্ট্রেলিয়া সফরেই জাতীয় দলের টেস্ট ক্যাপ মাথায় তোলেন শুভমন গিল। সিরিজে দুরন্ত পারফর্ম করেন পঞ্জাবের এই ওপেনার। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই বুক চিতিয়ে লড়েছে ভারতের তরুণ ব্রিগেড। সিংহের ডেরায় গিয়ে সিংহ শিকার করার উপহার স্বরূপ এই বিলাসবহুল গাড়ি পেলেন গিল-সিরাজ’রা।