প্রকাশ্যে ব্যক্ত করলেন নিজের ‘মন কি বাত’।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককী ভাবে হল অসাধ্য সাধন? দেশে ফিরেই অজি বধের সেই দুঃসাহসিক লড়াইয়ের কথা শোনাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। যেন বাইশগজ নয়, লড়াইটা ছিল সীমান্তের পারে জীবন-মরণের। কোচ শাস্ত্রী থেকে শুরু করে অধিনায়ক রাহানে, জাদেজা, অশ্বিন, সাইনি- সকলেই শোনাচ্ছেন নিজেদের বীরত্বের কথা, সংগ্রামের ইতিহাস, অন্দরমহলের পরিকল্পনা। সেরকম সিরিজের শেষ টেস্টে অভিষেক হওয়া নভদীপ সাইনি প্রকাশ্যে ব্যক্ত করলেন নিজের ‘মন কি বাত’।
ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় চোট নিয়ে মাঠ ছাড়েন জানহাতি তরুণ পেসার। মাত্র ৭.৫ ওভার হাত ঘোরানোর পরই কুঁচকিতে ব্যথা অনুভব করেন তিনি। তবে দলের সমস্যা দেখে চুপ থাকতে পারেননি। অধিনায়কের ডাকে দ্বিতীয় ইনিংসে বুক চিতিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েন সাইনি। পাঁচ ওভারের বেশি অবশ্য বল করতে পারেননি তিনি। ভবিষ্যৎ কেরিয়ারের কথা ভেবেই সাইনিকে বল করার জন্য বেশি চাপ দেয়নি টিম ম্যানেজমেন্ট।
দেশের মাটিতে পা রেখে সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ২৮ বছর বয়সী সাইনি বলেন, ‘অজিঙ্কা ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল চোট নিয়ে আমি কি বল করতে পারব? আমি বলেছিলাম, হ্যাঁ।’ সামি-বুমরা-উমেশ-ইশান্ত সহ ভারতের প্রথম সারির সমস্ত বোলার চোটের তালিকায়। ফলে দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের দরজা খোলে সাইনির সামনে। দিল্লির পেসার বলেন, ‘আমি বেশ সুস্থ ছিলাম। হঠাৎ চোট লেগে গেল। এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেন হল এটা? বিশেষ করে আমি অনেক অপেক্ষার পর খেলার সুযোগ পেয়েছি যখন। তাই আমি চেয়েছিলাম চোট নিয়েও লড়াই চালিয়ে যাব এবং দলের হয়ে কিছু করার চেষ্টা করব। আমি জানি এরকম মঞ্চ আর পাব না। তাই অধিনায়ক যখন আমাকে জিজ্ঞেস করে, তখনও ব্যথা অনুভব করছিলাম। তাও আমি মাঠে নেমে পড়েছিলাম বল করার জন্য।’ বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে জানালেন নভদীপ সাইনি।