• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়িয়ে নিল রুট অ্যান্ড কোং

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারত সফরে আসার আগে মনোবলের তুঙ্গে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়াকে তাদের দেশে বধ করে এই মুহূর্তে আত্মবিশ্বাসের শিখরে টিম ইন্ডিয়া। তবে পিছিয়ে নেই ইংরেজরাও। উপমহাদেশের মাটিতে শ্রীলংকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল জো রুট অ্যান্ড কোং।
গলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইংরেজবাহিনীর কাছে বিশেষ পাত্তাই পেল না লঙ্কানরা। দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জয় তুলে নিল তারা। ঘরের মাঠে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছিল দিনেশ চান্ডিমালের দল।
প্রথম ইনিংসে শ্রীলংকার ৩৮১ রানের জবাবে ৩৪৪-এ গুটিয়ে যায় ইংল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউজের (১১০) শতরানের পাশাপাশি থিরিমানে (৪৩), চান্ডিমাল (৫২), ডিকেওয়েলা (৯২) এবং দিলরুয়ান পেরেরার চওড়া ব্যাটে প্রথম ইনিংসে লিড পায় লঙ্কা বাহিনী। জেমস অ্যান্ডারসন ছয় উইকেট দখল করলেও, বিশেষ লাভ হয়নি তাতে। ইংরেজ অধিনায়ক জো রুটও দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন প্রথম ইনিংসে। ১৮৬ রান করেন তিনি। জশ বাটলারের অবদান ৫৫। এছাড়া বাকিরা সেভাবে কেউ বড় রানের মুখ দেখেননি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের কবলে পড়ে দ্বীপরাষ্ট্র। দশ নম্বরে ব্যাট করতে নেমে এমবুলদেনিয়া ৪০ রান করে দলের মানরক্ষা করেন। নাহলে ১০০-র গণ্ডিও টাপকাতো না শ্রীলংকা। অবশেষে ১২৬ রানে গুটিয়ে যায় আয়োজকরা। সোমবার ম্যাচের শেষ দিন ৪ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৪ রান তুলে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টটিও পকেটে পুরে নেয় ইংল্যান্ড।
শ্রীলংকার বিরুদ্ধে দুরন্ত ফর্ম দেখানোয় ইংরেজ অধিনায়ক জো রুটকে নিয়ে আলাদ পরিকল্পনা করতে বাধ্য থাকবে ভারত। সেইসঙ্গে বাটলারও থামাতে হবে। পাশাপাশি অ্যান্ডারসনের আগুনে পেসের মোকাবিলা কী ভাবে করবে টিম ইন্ডিয়া, সেটাও দেখার। ভারতের বিরুদ্ধে বেন স্টোকসদের মতো অলরাউন্ডার ইংল্যান্ড শিবিরে যোগ দেওয়ায় তাদের শক্তি নিঃসন্দেহে বাড়বে। ফলে আসন্ন সিরিজ যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

     

বিজ্ঞাপন

Goto Top