বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হকের স্থলাভিষিক্ত হলেন বিসিসিআই সচিব।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে অমিত-পুত্র জয় শাহ। শনিবার বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল টুইট করে খবরটি নিশ্চিত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হকের স্থলাভিষিক্ত হলেন বিসিসিআই সচিব জয়। অরুণ টুইটে লেখেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য জয় শাহকে অভিনন্দন। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে এসিসি আরও উন্নতি করবে। পুরো এশীয় অঞ্চলের ক্রিকেটাররা উপকৃত হবে। সফল একটি মেয়াদের জন্য আমার শুভেচ্ছা রইল।’ ২৪ সদস্যকে নিয়ে গঠিত একটি কাউন্সিল হল এসিসি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ থাকায় ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব বেশ ভালো ভাবেই সামলাচ্ছেন জয়। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ‘দাদা’র পরিবর্তে পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সুষ্ঠু ভাবে প্রতিযোগিতাটি আয়োজন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।