• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কেন্দ্রের অভিনব সিদ্ধান্তে ছন্দে ফিরছে স্টেডিয়াম

স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাসি ফুটবল ক্রীড়াপ্রেমীদের মুখে। দীর্ঘ দশ মাসেরও বেশি সময় ধরে খেলাধুলো চাক্ষুস করার সৌভাগ্য হয়নি। অবশেষে ভাগ্যের সেই চাবি নিয়ে হাজির কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক। আর দর্শকশূন্য স্টেডিয়ামের হাহাকার নিয়ে মাঠে নামতে হবে না বিরাট কোহলি, সুনীল ছেত্রী, সানিয়া মির্জাদের। মেঘ না চাইতেই জল। একটু-আধটু নয়, গ্যালারিতে একেবারেই একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে দিল কেন্দ্র।
চলতি বছরের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রীড়াপ্রেমী মাঠমুখী করার উদ্যোগ লক্ষ্য করা গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার থেকে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন, সব ক্ষেত্রেই মিলছে দর্শক প্রবেশে ছাড়। তবে ভরা গ্যালারির নান্দনিক দৃশ্য এখনও চোখে পড়েনি। সম্ভবত ভারতই প্রথম দেশ হিসাবে করানোর চোখ রাঙানি উপেক্ষা করে এরকম সাহসি এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টনের মতো আউটডোর গেমসগুলির ক্ষেত্রে এবার থেকে দেখা যাবে ভরা স্টেডিয়াম। শনিবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফ থেকে জারি করা নয়া নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ রুখতে দেশজু়ড়ে জারি হয়েছিল লকডাউন। বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত খেলাধূলা। এরপর ফুটবল-ক্রিকেট শুরু হলেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের কোনও অনুমতি ছিল না। আইপিএল আয়োজন করা হয় দুবাইয়ে দর্শকহীন গ্যালারিতে। এমনকি, আইএসএলও তথাকথিত হোম-অ্যাওয়ের নীতির পরিবর্তে আয়োজিত হচ্ছে গোয়ায়। স্টেডিয়ামে অনুমতি মেলেনি দর্শকদের। এরপর ফেব্রুয়ারি মাসের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার স্টেডিয়ামগুলোতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়। তবে শনিবার পরিবর্তিত নির্দেশিকাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আউটডোর গেমগুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশর অনুমতি দিল।
তবে কোভিড থেকে পুরোপুরি মুক্তি না মেলায় একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে আউটডোর গেমসের ক্ষেত্রে স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। তবে প্রত্যেককে কোভিড বিধি মানতে হবে। পরিস্থিতির দিকে নজর রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় পরিবার কল্যাণ মন্ত্রক। বড় ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে প্রবেশ এবং বাইরে বেরোনোর পথে অতিরিক্ত ভিড় যাতে না হয়, সেজন্য সিসিটিভি ক্যামেরায় সর্বদা নজরদারি চালাতে হবে। এছাড়া গঠন করতে হবে কোভিড টাস্ক ফোর্স। যাতে তাঁরা অ্যাথলিট এবং তাঁদের সাপোর্ট স্টাফদের ঠিকমতো সাহায্য করতে পারেন। এছাড়া খেলোয়াড়দেরও অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
নিয়মকানুনের বেড়াজাল থাকলেও এই খবরে দেশের ক্রীড়াপ্রেমী জনগণের উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। কারণ সামনেই ভারত-ইংল্যান্ড সিরিজ রয়েছে। তারপরই আইপিএল। দুই মেগা ইভেন্ট ফিরবে আবারও পুরোনো ছন্দে, নিজস্ব ঝাঁঝে।

     

বিজ্ঞাপন

Goto Top