• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রতিপক্ষকে সম্মান জানাতেই কেক কাটেননি রাহানে

অস্ট্রেলিয়া সফর ভুলে  ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের দিকে ফোকাস রাখছেন।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ক্যাঙারুর  দেশে গিয়ে অজি বধ করে আসার পরই অধিনায়ক হিসাবে রীতিমতো ‍‘স্টার’ হয়ে গিয়েছেন রাহানে। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েও ভাঙাচোরা দল নিয়ে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্কা রাহানে। যার ফলে তিনি প্রশংসিত হয়েছেন সব মহলেই। অনেকে তো আবার বিরাট কোহলির পরিবর্তে ভবিষ্যতে জিঙ্কসের হাতেই স্থায়ি ভাবে টেস্ট ফরম্যাটে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
দেশে ফিরেও রাহানেকে ‍‘বরণ’ করে নিতে কোনও কার্পণ্য করেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। পুষ্পবৃষ্টি, বাদ্যযন্ত্রের পাশাপাশি ঐতিহাসিক সিরিজ জয়ের সাফল্য উদযাপনে রাহানেকে কাটতে দেওয়া হয়েছিল একটি কেক। যার উপরের অংশটি দেখতে ছিল ক্যাঙারুর মতো। জিঙ্কস কিন্তু সেই কেকটি কাটতে সম্মত হননি।
এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে সেই ‍‘ক্যাঙারু কেক’ না কাটার কারণ দর্শালেন টেস্ট ক্রিকেটে বিরাটের ডেপুটি। বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‍‘অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙারু। তাই আমি সেই কেক কাটতে চাইনি। বিপক্ষকে সম্মান দেওয়া উচিত। তুমি জিততেই পার, ইতিহাস তৈরি করতে পার, তবুও বিপক্ষকে সম্মান দাও। প্রতিপক্ষ বা যে কোনও দেশের প্রতিই এই সম্মান জানানো উচিত আমাদের। সেই জন্যই আমি কেকটা কাটতেই চাইনি।’
অজি সফর শেষ করে চলতি বছরের ২০ জানুয়ারি মুম্বইয়ের দাদার শহরে নিজের বাড়িতে আসেন রাহানে। সেখানেই তাঁর প্রতিবেশিরা রাহানেকে এই কেকটি উপহার দেন এবং কাটতে বলেন। পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অজি সফর সম্পর্কে ডানহাতি ব্যাটসম্যানকে প্রশ্ন করা হলেন তিনি বলেন, ‍‘সেই সময় চলে গিয়েছে। আমি এখন অধিনায়কও নই। আমি শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের দিকে ফোকাস রাখছি। কী হয়েছিল, তা সবটাই এখন ইতিহাস। তাই নতুন অ্যাসাইনমেন্টেই শুধু ফোকাস করতে হবে।’

     

বিজ্ঞাপন

Goto Top