২০২০-২১ মরশুমে বসছে না রঞ্জির আসর।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কভারতের টেস্ট ক্রিকেটার তৈরির সেরা মঞ্চ রঞ্জি ট্রফি। বলা যেতে পারে, টেস্ট ক্রিকেটের আঁতুড়ঘর। চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মার মতো বেশ কিছু আন্তর্জাতিক মানের ক্রিকেটার রয়েছেন, যাঁদের প্রস্তুতির প্রধান মঞ্চই এই রঞ্জি ট্রফি। কারণ, পূজারা-ইশান্তরা দেশের জার্সি গায়ে শুধুমাত্র পাঁচদিনের ক্রিকেটেই খেলার সুযোগ পান। এছাড়া ক্রিকেটের বৃহত্তম ফরম্যাটে প্রতিভা অন্বেষণেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রঞ্জি।
দেশের অন্যতম বড় এই প্রতিযোগিতা এবার হোঁচট খেল। ২০২০-২১ মরশুমে বসছে না রঞ্জির আসর। ৮৭ বছরের ইতিহাসে প্রথমবার বাতিল হয়ে গেল ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। সৈয়দ মু্স্তাক আলি ইতিমধ্যেই শেষের পথে। আয়োজিত হবে বিজয় হাজারেও। বাতিলের খাতায় শুধু রঞ্জি।
করোনার প্রকোপে ২০২০ সালে যথাসময়ে আয়োজন করা সম্ভব হয়নি রঞ্জি ট্রফির। এদিকে আগামী মরশুম আসন্ন। ফলে এত কম সময়ের মধ্যে চলতি মরশুমে রঞ্জি আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে চিঠি পাঠিয়েছেন। সিদ্ধান্তটি মূলত রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর ফিডব্যাকের ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অমিত তনয়।
চিঠিতে জয় শাহ লিখেছেন, ‘যেহেতু এখন ক্রিকেট খেলার জন্য বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে, তাই ক্রিকেট সূচি প্রস্তুত করা খুবই কঠিন বিষয়। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে, মহিলাদের ক্রিকেট যেন মাঠে গড়ায়। শেষ পর্যন্ত সেটি করতে পারছি আমরা।’ ভারতের ঘরোয়া ক্রিকেটের রোডম্যাপ সম্পর্কে অমিত পুত্র জয় বলেন, ‘বিজয় হাজারে ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের ৫০ ওভারর ক্রিকেট ভিনু মানকড় ট্রফি আয়োজিত হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য খুব দ্রুত রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে জানিয়ে দেওয়া হবে।’