• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেন্নাই টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড

প্রথম দুই টেস্টের দল বেছে নিল ইসিবি; কোভিড টেস্টে পাশ জো রুটরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। চেন্নাইয়ের মাটিতে পা রাখার পর সমস্ত ইংরেজ ক্রিকেটারের কোভিড টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে। ফলে এবার ভারত বধের লক্ষ্যে পুরোদস্তুর ঝাঁপাবে ব্রিটিশরা। সেই লক্ষ্যে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টির জন্য দল ঘোষণা করে দিল তারা।
বিরাট কোহলিদের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের জন্য জনি বেয়ারস্টোর মতো উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে রাখেনি ইংল্যান্ড। শ্রীলঙ্কা সফরে খেলা বেয়ারস্টোকে বিশ্রাম দিয়েছে তারা। তবে সিরিজের বাকি দু'টি টেস্টে তাঁকে নিশ্চিতভাবেই দলে ফেরাবে ইংল্যান্ড।
আত্মবিশ্বাসের নিরিখে দুই দলই এখন একই জায়গায় অবস্থান করছে। অজিভূমে গিয়ে যেমন অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফিরেছে মেন ইন ব্লু, ঠিক তেমনই রাবণের দেশে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ভারতে পা রেখেছে জো রুট অ্যান্ড কোং। তবে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা হওয়ায় কিছুটা অ্যাডভান্টেজ ভারতের। তার ওপর সদ্য ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতিও মিলেছে। ফলে ফাঁকা গ্যালারির হাহাকার সঙ্গী করে মাঠে নামতে হবে না বিরাট-রাহানে-পুজারাদের। প্রিয় দলকে উদ্বুদ্ধ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকবে দর্শকও।
প্রাথমিক অবস্থা বুঝে নেওয়ার জন্যই হয়তো প্রথম দু'টি টেস্টে দলের কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড শিবির। বেয়ারস্টো ছাড়াও লঙ্কানদের বিরুদ্ধে খেলা মার্ক উড ও অলরাউন্ডার স্যাম কুরানকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়া নিয়ে কেভিন পিটারসনের মতো বেশ কয়েকজন প্রাক্তন ইংরেজ তারকা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। এই তিন ক্রিকেটারের পরিবর্তে দলে এসেছেন বেন স্টোকস, জোফরা আর্চার ও ররি বার্নস। স্টোকস এবং আর্চারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় টেস্ট থেকে অবশ্য বেয়ারস্টোকে ফেরানোর ইঙ্গিত দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শনিবার এক বিবৃতিত ইসিবি'র তরফে জানানো হয়, 'ভারত সফরে জনি বোয়ারস্টোকে নিয়ে আমাদের লক্ষ্য পরিষ্কার করে দিতে চাই। সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে বেয়ারস্টোর সঙ্গে দলে ফিরছে স্যাম কুরান ও মার্ক উড।’
ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলঃ জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, মইন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন ও ক্রিস ওকস৷

     

বিজ্ঞাপন

Goto Top