আপাতত বিশ্রামে থাকতে হবে বিসিসিআই প্রেসিডেন্টকে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্করবিবার বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর হৃদযন্ত্রে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন মহারাজ। তবে সামনের কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। তারপর ফের তাঁকে পরীক্ষা করবেন চিকিৎসকরা। সেই পরীক্ষার পরই বোঝা যাবে যে কবে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সৌরভ।
উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগে বেহালার বাড়িতে ট্রেডমিলে গা ঘামাচ্ছিলেন সৌরভ। সেই সময়ই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পড়েও গিয়েছিলেন চোখে অন্ধকার দেখে। সেই সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজের কথা জানিয়েছিলেন। অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সৌরভকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, বাকি দু’টি ব্লকেজ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকদিন আগে ফের বুকে ব্যথা অনুভব করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে।